ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল এর কবিতা
ধ্রুবজ্যোতি ঘোষ  মুকুল  এর কবিতা
মহালয়া


মা আসছেন ঘোড়ায় চড়ে ভূবনে

আজ মহালয়া   শারদ সকাল    তাই

আগমনীর সুর বাজে    শিউলী বনে

শঙ্খ বাজে ঘন্টা বাজে কাসর বাজে বাজে বাজে বাজেরে বাজা ঢাকঢোল

পূজা উৎসবে

                    ধুনুচি হাতে নাচবে সবে

আনন্দে আনন্দে 

                           জয় মা জয়মা বলে

আজ মহালয়া

 মা আসছেন     আসছেন মা

                                    ঘোড়ায় চড়ে

 

মহিষাসুর মর্দিণী

             অসুরদলিনী দেবীমা

                      সর্বমঙ্গলা রূপ নিয়ে

   ধরা ধামে সর্বপাপ হরণের জন্য

   প্রণাম:

ওঁম শান্তিঃ ওঁম শান্তিঃ ওঁম শান্তিঃ

 

...যা দেবী

              সর্বভূতেষু

                         মাতৃ রূপেণ সংস্থিতা

নমস্তসৈ   নমস্তসৈ  নমস্তসৈ

                                  নমঃ   নমঃ....!

 

আজ মহালয়া

        বিশ্ববাসীর  মহা শান্তির জন্য করি ভক্তি প্রার্থণা।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান