নজির আহমেদ এর তিনটি কবিতা
সূত্র
তোমার মানবিক স্পর্শে আনবিক অনুভূতি
জেগে উঠেছিল অর্ধযুগ আগে।
মাদক সুগন্ধ আর আলিঙ্গনের ঢেউ থেকে পাওয়া
প্রশ্রয় ডুবিয়ে রেখেছে গভীর অনুরাগে।
বটবৃক্ষ
ধীরে ধীরে কত দ্রুত
অতিক্রান্ত বন্দরের মত বিগত হয়েছে সময়।
পশ্চাতে তাকালে শুধু স্মৃতি
শুধু বিস্ময় আর বয়োবৃদ্ধ বটবৃক্ষ চোখে পড়ে।
বটবৃক্ষটির ছায়ায়
আমার শৈশব কেটেছে কৈশোর কেটেছে
বেঁধেছে নানারঙ ঋণে
ক্ষয়ে গেলে মাটি,ফুরোলে আয়ু তার;বলো-
কী হবে অবশেষে আর তাঁকে চিনে?
সতর্কতা
উড়ছে মাদক সৌরভ-এলোচুল,
যৌবনের গৌরব।
উড়ছে মধুকর,হাওয়ায় দুলছে ফুল।
শিল্পিত কথার ছল
করলে কবুল-ফোটাতে চাইবে হুল।
মধুকর সে তো নয় যেন ভীমরুল-
বুক ঢাকো,সতর্ক থাকো,
মুখ বাড়িওনা অধরে রেখোনা অধর,
খবরের ভিতরের খবর-
মধুপান শেষেই ভালোবাসার কবর!