নিগার শামীমা এর কবিতাগুচ্ছ
নিগার শামীমা এর কবিতাগুচ্ছ

স্বপ্নবাজ চিত্রকর

 

একটি বাদামী রঙ দিয়ে ধীরে ধীরে

যে ছবিটি আঁকি,তাকে আমি ঠিক চিনি না

মনে রাখার আকুতি নিয়ে আঁকিও না

ঠিক যেমন মৃত্যুর পর কেউ কাউকে

আর মনে রাখে না,

 

 খসে পড়া মনের পালক দিয়ে

অনবদ্য রংতুলি বানাই আর নীরবে এঁকে যাই

একটু একটু করে একটা চোখ আঁকি

মোনালিসা এখানেও স্নাইলি দাঁড়িয়ে যায়

আমি হাসি আর ছবিটির চোখে চোখ রাখি,

 

তারপর অন্য চোখটি আঁকতে শুরু করি

সে কাজটি শুরু করতেই কেউ টগবগিয়ে

খুন হাসি হাসতেই থাকে,

উদাসীন আমি তার ঠোঁটের প্রেমে পড়ে যাই

হঠাৎ আঁকতে শুরু করি সেই ঠোঁট

একটানা একটা নেশা আমাকে গিলে খায়

আমি ধ্যানস্থ সন্ন্যাসীর মতো-

ধীরে ধীরে ধৈর্য্য ধরে দেখতেই থাকি ;

 

তারপর নিষেধ ভেঙ্গে সেই ঠোঁটের

আত্মকাহিনী লিখতে শুরু করি,

লিখতে লিখতে একসময় নিজেই জড়িয়ে পড়ি

সেই ঠোঁটের স্তব্ধতা ভেঙ্গে দেয়

অজানা কোন এক স্বপ্ন ;

 

 

একদিন ঠিক তাঁকেই লিখতে শুরু করি

যে আমাকে এতো স্বপ্নের রঙ বানায়

এতো তুলির আঁচড়ে আমাকে মাখায়

আমার চোখে বসে যে অনায়াসে

এই চোখকেই হুবুহু এঁকে ফেলে,

 

অবশেষে চোখ খুলতেই সে ভেঙ্গে যায়

কাচের গুঁড়োর মতো আমার চারপাশে

চিৎকার করতে থাকে, চারদিক থেকে

ভেসে আসে কয়েকটি  কড়া শব্দ,

 

'বলেছিলাম তো আমিই চিত্রকর স্বপ্নবাজ

সেই চোখের ভেতর আমাকেই খুঁজেছিলে

আমি আসলে ধোঁয়া ধোঁয়া

নিমিষে হারিয়ে যাওয়া..!


 

 

চিনে রাখি


চিনে রাখি তোমাদের সকল লেনদেন

চিনে রাখি অকারণ দামদর 

চিনে রাখি সব বদনাম,

জানি যেদিন আমাকে পেয়ে যাবে

চৈত্রের ভাঁটফুল মনে করে

ছিঁড়ে নেবে আমাকে

এই পৃথিবীতে আটকে থাকা বোটা থেকে।

চিনে রাখি তোমাদের মায়ের চিহ্ন

চিনে রাখি তোমাদের প্রবেশদ্বার

আর চিনে রাখি তোমাদের প্রথম পরিচয়,

তোমরা মানুষের মতো

মানুষ তো নও ;

একটা জোনাকি পোকা ভেবে

হয়তো তুলে নেবে রাতের আঁধারে,

চিনে রাখি

তোমাদের জন্মদাগসহ আত্মা

তোমাদের রঙ খেলায়

আমাকে কোনোদিনই পাবে না,

আমি পরাজিত নই

হেরে যাওয়াও নই

আমি সত্যের উপর

বরং সত্য আরেক সুন্দর।

চিনে রাখি তোমাদের আবরণ

চিনে রাখি তোমাদের বসন

চিনে রাখি তোমাদের মারাত্মক পারফিউম

চিনে রাখি সুগন্ধির আড়ালে

তোমাদের পঁচে যাওয়া মন..

 


 

নির্জনেএকাকী

 

তোকে ভালোবাসতে গিয়ে

কী যেন কী নেই

করমচার ডালে বসেছে মৌ

এই ভেজা ভেজা দিন শুষ্ক শুষ্ক মন

আমার তো আর নেই!

তোর কাছেই আছে

আমার অলস অলস বিকেলগুলো

তোর কাছেই যায় আমার মায়াগুলো

তোকেই খোঁজে নির্জন দুপুরগুলো

স্তব্ধ হয়ে যায়, একা হয়ে যায়

রোদে পোড়া আমার ছায়াটা

তুই আরো তীর্যক হয়ে ফিরে আসিস

আমার একাকিত্বে

ভালোবাসা যেন একদিন একরাত্রি

আমাকে নিয়ে যায় পাশাপাশি

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান