প্রকাশিত হলো সাইফুল্লাহ মাহমুদ দুলাল-এর কিশোর উপন্যাস ‘গাছখুন’
প্রকাশিত হলো সাইফুল্লাহ মাহমুদ দুলাল-এর কিশোর উপন্যাস ‘গাছখুন’

বাংলাদেশের শক্তিমান কবিদের একজন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তার কবিতা অসাধারণইস্পাত কঠিন। ব্যঞ্জনা আর উপমায় তাঁর কবিতা হয়ে ওঠে বাংলাদেশের প্রতিচ্ছবি। কবিতার মতো গদ্যেও তিনি ধারণ করেন সময়দেশমানুষ আর সমসাময়িক সমস্যাকে।

গদ্য, গবেষণা, কবিতার পাশাপাশি শিশুসাহিত্য নিয়েও একাধিক বই আছে এই লেখকের। শিশুদের জন্য রচিত বইয়ের তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন বই। সম্প্রতি প্রকাশিত হলো তার লেখা কিশোর উপন্যাস ‘গাছখুন’। ইতোপূর্বে কিশোর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম লালু বীর প্রতীককে নিয়ে লেখাক মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘বীর বিচ্ছু’ এবং হ্যালুইন নিয়ে কিশোর উপন্যাস ‘ভূতের পাসওয়ার্ড নস্তাকিপা’ পাঠকদের দৃষ্টি কেড়েছে।

 ‘গাছখুন’ বইটি সম্পর্কে প্রকাশক কামরুল হাসান শায়ক জানিয়েছেন, অসামান্য দক্ষতায় লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল সাম্প্রদায়িক রাজনীতির বিভৎস চিত্র অঙ্কন করেছেন। সাম্প্রতিক সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধ চেতনাবিরোধী শক্তির অপতৎপরতারই বাস্তব কাহিনিচিত্র ‘গাছখুন’ উপন্যাস।

সাম্প্রদায়িক রাজনীতির করাতে টুকরো হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী মুক্তিসরে সরে যাচ্ছে চেনা মানুষের মুখোশবকধার্মিক নেতার বয়ানের অসত্যতা বিমর্ষ করে মুক্তিকে। তার কিশোর মনে প্রশ্ন জাগে, গাছ তো কোনো ধর্ম বুঝে না, রাজনীতি করে না। তাহলে কেনো তান্ডবের নামে গাছকাটা হচ্ছে!

এক পর্যায়ে জীবদ্দশায় মৃত্যুর পরিচয় তার নামের সাথে বিরোধীতা শুরু করে। এই সব মিথ্যাচার থেকে মুক্তি চায় মুক্তি।

সময়রাজনীতিসাম্প্রদায়িকতাধর্মব্যবসাকে ধারণ করা উপন্যাস ‘গাছখুন’। উপন্যাসটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশনস লি.।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান