প্রণব মজুমদার এর কবিতা
অন্তরীক্ষে প্রজাপতি
অন্তরীক্ষে উড়ে যায় মনের প্রজাপতি
ডানা মেলে আনন্দে বেড়ে যায় গতি
লোকালয়ে নেই সুখ
সংসারে হিংসা দুখ
বেদনায় অসুখের বাসা অসামান্য ক্ষতি
হে অন্তরীক্ষ দাও আলো
তুমিই বড় শক্তিমান
বেঁচে থাকার প্রেরণা তুমি
পাপ থেকে দাও পরিত্রাণ
মন চঞ্চল চোখে জল
মায়া মমতার নেই ফল
শান্তি সন্ধানে ঘরে ঘরে সন্ধ্যার আরতি
মৃত্তিকার বুকজুড়ে হানাহানি
অর্থে ভালোবাসা কিনে আনি
তাতে কি আর ভরে মন?
এই ভাবনায় সারাক্ষণ
সুখের আশায় প্রেম চাই আকাশের প্রতি
স্বার্থহীন আকাশ আমায় বাড়ায় হাত
দুঃখ ঘুচে যায় কেটে যায় বিনিদ্র রাত
সুখ চাই প্রেম চাই চাই না আর অবনতি!
৩১ জুলাই, ২০১৯
মতিঝিল, ঢাকা
reporterpranab@gmail.com