প্রতিক্ষীত! - নীলিমা শামীম
প্রতিক্ষীত! - নীলিমা শামীম

প্রেমহীন পৃথিবী নয়, বিরহও নয় আর
পায়ে হেঁটে একসঙ্গে দেব হাজার মাইল পার
তোমার ভালোবাসা যদি পাই, মিশে যাব দিগন্তে
আমি পাব স্বর্ণালি সুখ- হিসেব মিলাই যতি অন্তে।

বিষন্ন মনে ঘুমাই যদি থাকি প্রিয় তোমার অনাদরে
বিচলিত হই স্পর্শ পেয়ে, স্পন্দিত হই বাহুডোরে,
অমৃত সুধায় নেশার পেয়ালা হাতে নিলাম্বরী ঝলকে
নিজের দেহাবরণ বিসর্জন করি অস্পষ্ট অজানা অলকে!

ফুল থেকে কলি হয়,কলি থেকে ফল, গাছ থেকে হয় কুড়ি
আমিও ঠিক তেমনি আছি, বিরহ নয় শুধু পথ চাওয়া তোমারি,
নেশায় মত্ত দুটি চোখ, ছোঁয়াহীন যৌবন, হয়ে ওঠে স্ফীত
অপেক্ষায় আমি, জেনে রেখো আমার জন্য শুধু তুমি প্রতিক্ষীত!



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান