ফ্রাঙ্ক স্টানফোর্ড এর কবিতা বাঙলায়ন: রহমান হেনরী
ফ্রাঙ্ক স্টানফোর্ড এর কবিতা বাঙলায়ন: রহমান হেনরী

ফ্রাঙ্ক স্টানফোর্ড: ভিন্নস্বরের মার্কিন কবি। জন্ম ১৯৪৮ সালে, মিসিসিপিতে। পরবর্তীতে আরকানসাসে চলে যান। আরকানসাস বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলবিদ্যা অধ্যায়ন করেন এবং তার সংক্ষিপ্ত জীবনের অধিকাংশ সময় আরকানসাসেই অবস্থান করেন। তাঁর রচিত দশটি কবিতাগ্রন্থের ৭টিই জীবনাবসানের আগের সাত বছরে লেখা। মাত্র ২৯ বছর বয়সে ১৯৭৮ সালে, ৩০ ছোঁবার আগেই আত্মহত্যা করেছিলেন এই কবি।

চেলা মাছ

ওর মাথায় যদি টিপ মারি,

জোড়া নক্ষত্রের মত

বেরিয়ে আসবে

চোখ দুটো।

যে ঢেউ

সে তোলে,জলময়

কেঁপে ওঠে চাঁদ।

কবিতা

বৃষ্টির ফোঁটাগুলো যখন ঠকাশ ঠকাশ আঘাত হানে সাপের মাথায়

তখন চোখ বুঁজে ফ্যালে সে, আর স্বপ্ন দ্যাখে:

রাস্তার পাশে, একটা টায়ারের মধ্যে ঘুমিয়েছে সে, আর ছোট্ট এক বালক,

একটা লাঠির ডগায় তাকে চালিয়ে বেড়াচ্ছে, আজীবন।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান