বইমেলায় রণজিৎ সরকারের ছয় বই
বইমেলায় রণজিৎ সরকারের ছয় বই

বইয়ের প্রচ্ছদসহ

অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের ছয়টি বই এসেছে। ছয়টি বইয়ের বিষয় ভিন্ন ভিন্ন। অধ্যয়ন থেকে এসেছে পঞ্চশ বর্ণমালা দিয়ে পঞ্চাশটি গল্প লেখা হয়েছে ইতিহাস-ঐতিহ্য নিয়ে। এতে শিশু-কিশোরা বর্ণমালা ও অলংকরণ দেখে অনেক কিছু জানতে পারবে ।

এছাড়া বাবুই থেকে এসেছে পরির সাথে দেশ ঘুরি। বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত জায়গাগুলো গল্পে গল্পে বর্ণনা করা হয়েছে। শিশু কিশোররা পড়লে তারা দেশের জায়গাগুলো দেখের ইচ্ছা হবে। এবং ওই জায়গাগুলো সম্পর্কে জানতে পারবে অনেক কিছু। বইটির মূল্য ২৫০ টাকা।

বেহুলাবাংলা থেকে এসেছে বড়দের গল্পের বই। বইটির নাম ‘প্রেম জ্বলে ডুবে যাই’ বইটিতে ১২ টি গল্প রয়েছে। কয়েকটি গল্প প্রেমের রয়েছে। এ ছাড়াও মুক্তিযুদ্ধ, সামাজিক ও পারিবারিক জীবনের বাস্তবতা নিয়ে গল্পগুলো লেখা হয়েছে। বইটির মূল্য ২০০ টাকা।

জ্ঞানজ্যোতি প্রকাশনী থেকে এসেছে শিশু-কিশোরদের বাংলাদেশ সম্পর্ক। বইটি নাম ‘ছোটদের জানা-অজানা প্রিয় বাংলাদেশ’। বইটিতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ছয়টি গল্প রয়েছে।

মনন প্রকাশ থেকে এসেছে শিশু-কিশোরদের শিক্ষামূলক গল্পের বই ক্লাসের ফার্স্ট বয় লাস্ট বয়। বইটি দশটি গল্প রয়েছে।

টাঙ্গন প্রকাশ থেকে এসেছে শিশু-কিশোরদের গল্পের বই। বইটির নাম দিয়ার বন্ধু টিয়া। বইটিতে একটি গল্পে রয়েছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান