বিপ্লব মাজী এর দুটি কবিতা
বিপ্লব মাজী এর দুটি কবিতা
নীরবতার চেয়ে কিছু কথা বলা ভালো

 


দিনগুলো চলে যাচ্ছে,

 

নীরবতার চেয়ে কিছু কথা বলা ভালো।

 

নীরবতা

 

পক্ষ প্রতিপক্ষ--

 

দুদিকের ইঙ্গিত দেয়।

 

দুদিকে ত্রিশঙ্কু ঝুলে থাকবে কেন?

 

 

 

নীরবতা ভাঙ্গো।

 

কোন পক্ষে স্পষ্ট বলে দাও।

 

স্পষ্ট করো অবস্থান।

 

নীরব থেকো না,

 

কথা বলো।

 

 

 

দিনগুলো চলে যাচ্ছে দ্রুত।

 

তুমি কোনদিকে? বলে দাও।

 

 

রাক্ষস

 

সে যে একটা রাক্ষস, কেউই ভাবিনি।

 

গোদাবরী নদীর জলে সুন্দর এক মানুষের রূপ ধরে

 

সে ঘুরে বেড়াচ্ছিল,

 

আমরা ভেবেছিলাম মৎস্যপুত্র।

 

না, সে মৎস্যপুত্র ছিল না, কিন্তু একদিন দেখি :

 

হ্যামলিনের বাঁশিওয়ালার মতো স্বপ্ন ফেরি করে,

 

সে গণতন্ত্রের মন্দিরে প্রধান পুরোহিত হয়ে ঢুকে পড়ল,

 

 কেউ কিছু বুঝতে পারল না।

 

 

 

একদিন দুদিন একশদিন চলে গেলো,

 

ক্রমশ আমরা বুঝতে পারলাম,

 

 সে যে একটা রাক্ষস, সর্বত্র সর্বগ্রাসী দাপিয়ে বেড়াচ্ছে --

 

যা খুশি তাই করছে, কাউকে মানছে না,

 

অথচ তার কথা সবাইকে শুনতে হবে,

 

না শুনলেই খেপে যাচ্ছে, কি বিপদ,

 

 আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রাক্ষসটা হা হা করে হাসছে

 

 

 

গণতন্ত্র মানুষের যেমন জন্ম দেয়, রাক্ষসেরও

 

জন্ম দেয়, কেউ কিছু বুঝতে পারি না...

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান