১-
আমি ও তুমি
প্রনয়ের তীর্থভূমি।
অতঃপর সে,
ভূমিধ্বস নিমেষে।
১-
তোমায় ভালোবাসতে গিয়ে হবো দূর্বাঘাস।
মাঝ- রাতে ঠিক রৌদ্র হবো পূর্ণ বারোমাস।
কৌটো ভরা আলো দেবো তোমার হাতের প'রে।
তুমিহীনা সময় গুলো বেচবো পানির দরে।
২-
শান্ত সকাল সন্ধ্যের হাত ধরে
ঘর ছেড়েছে নতুন ঘরের আশায়।
দুপুরটা তাই
গভীরতম শোকে
বর্ষা জলে রাতের
হৃদয় ভাসায়।
৩-
ঠোঁটের তিল আর গোলাপ গালের টোল
হৃদকমলের পাপড়ি জুড়ে অনুভবের দোল।
প্রেমিক প্রেমে ডুব দিয়েও পায়না মনের তল।
বর্ষা কি আর মাপতে জানে মেঘের জমা জল?
৪ -
চাইছি ছুঁতে নানারকম অজুহাতে
ছায়ার সাথে বসত করি দিনেরাতে
ছোঁয়ার আগে প্রেমিক তুমি
ছুঁয়ে দিলে পাথর হও
কোন হৃদয়ের জমিন খুঁড়ে
কোন যমুনার বুকে বও।
৫-
তপ্ত মাটিতে মুখোশের কত রঙ
গলিত শহর পোড়ায় কতনা ভুঁই
মুখোশ মানুষ দুঃখ দেবার আগে
নিজেই নিজের বেদনার বীজ রুই
একদিন দেখো আমিও তোমার মত
হয়ে যাবো ঠিক মুখোশের কারবারি
হিসেব তখন মিলবে না কিছুতেই
কে কাকে কখন কিভাবে গেলাম ছাড়ি ।