এ এক অতিকায় দানবের গল্প
চষে বেড়ায় পুরো সাদা আমেরিকা
সাদা মানুষের করোনার মতো রোগ
বাহক আক্রমক সংক্রামক তারা
কাল থেকে কাল পোষে চেতনায়
এবং আজ সাদা দাঁতে রক্ত তাদের।
আমরা তোমায় ভুলিনি জর্জ
মিনোসপিসের জর্জ
তুমি কালো মানুষের স্বারক
রক্ত তোমার লাল।
তোমার কোনো দোষ ছিল না জর্জ
তুমি খেটে খাওয়া মানুষের দলে
খাঁটি ডলারের বিনিময়ে খাদ্য কিনেছিলে
ওরা সাদা মানুষ তোমাকে ফাঁসিয়ে দিলো।
আমরা তোমায় সামান্য ভুলিনি ।
জর্জ ফ্লয়েড , তুমি নেই আজ
সাদা পুলিশের পায়ের তলায় গলা
ক্রমশ শ্বাস বন্ধ হয়ে আসছে
তুমি অন্তত পনেরবার বলছো,
আমার দম বন্ধ হয়ে আসছে
আমাকে শ্বাস নিতে দাও
তেরো মিনিট তিরিশ সেকেন্ড সে তোমার
গলার উপর হাঁটু চেপে দাঁড়িয়ে ছিলো
তোমার বোবা কান্না সে মোটেই
শুনছে না
সে বর্ণবাদীর প্রচ্ছায়া , সাদা পুঁজির গোলাম
সে তোমার শ্বাস বন্ধ করেছিলো বুটের তলায়
সে তোমাকে তারপর গুলি করেছিলো।
আজ দ্যাখো, বর্ণের বিরুদ্ধে ধর্ম বর্ণ সকল মানুষ
রাস্তায় নেমে মূলত বর্ণবাদী আমেরিকার নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে
আজ দিনরাত মানুষের ঢল
আজ দ্যাখো রক্তের বিরুদ্ধে কালো মানুষের রক্ত আজ নাচে,
আজ সাদা পুলিশের ঠোঁট ও মুখ থেকে রক্ত ঝরছে
আজ কাল অথবা কিছুদিন পর দেখবে
সাদাদের রক্ত ঠিক তোমার মতোই
লাল হয়ে ঝরে পড়ছে।
তুমি তো শান্তির দূত ছিলে
লুটপাট তুমি কখনো শেখো নি
তুমি ডলারের বদলে খাদ্য চেয়েছিলে।
তুমি ভুখা ছিলে নাকি?
মনে রেখো ফ্লয়েড, প্রিয় জর্জ
মনে রেখো তুমি,তোমার জন্যে কয়লার ভেতর
জমা হচ্ছে দাহ, বিস্ফোরণ
পরিবর্তনের পথে তুমি প্রথম মাইল ফলক।