মনগহনের শ্রী ।। আলী আফজাল খান
মনগহনের শ্রী ।। আলী আফজাল খান

 

তুমি আগুন আর সমুদ্র হবে, অন্ধকার চোখ

ঢেউ আর কল কল কালো চুল

গলে যাবে এসিডের ফেনায় রসায়ন ফলাফল

যে সমস্ত দ্রুম জ্বলে আর আমাদের ভাষা গোলাপের মত পুড়িয়ে ফেলা হবে

 

 

প্রতিফলন ছাড়া, প্রান্তেই স্বতঃস্ফূর্তভাবে

 

 

প্রফুল্ল প্রফুল্ল বায়ুর শপথ

আমাকে মাটি করে দাও এবং তারপর ফুঁ

 

 

আজ আমি জানি কুসুমিত ঠোটে মাটির খরা

সুললিত স্বর এন্ক্লোজ এলাকায় ঘেরা

আজ আমি জানি সেই সময়গুলো বেঁচে থাকে

যে প্রতিটি বিষয় প্রহরী হয়

অঙ্গভঙ্গি এবং উপস্থিতি নিয়ে

 

 

আমি নিজেকে একাকী করি, নিশ্চল করি, অন্ধ করি

ওগো চিকন আলো শ্রী, জীবন্ত ওরনা নিস্পন্দ করি আগুন ধোয়ার নীচে

আর এখানে থাকে মনস্তরের আঙুল ইশারার গর্জনমুখর অন্তর্জলি


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান