মমতাজ বেগম রেখা এর কবিতা
স্নেহেরা এখন ভয়ার্ত অসুখে
পথে ঘাটে ফনা তোলে দংশন স্বভাবী সময়,কাছেই আছিতো ভাবতে ভাবতে
বিহ্বল চেয়ে থাকি,প্রস্হান সে ও এতোটা নিপূণ!চেয়ে থাকি সর্পিল স্বাচ্ছন্দের বুনোপথে।
বনখেকো নিস্ঠুর কাঠুরে!বনভূমি উজার হলে ও বুঝি নিস্ঠুর কাঠুরের মনে কোন শোক জমা থাকেনা।
নিকট ঝর্ণার কলতানে বর্ষামেয়ের চপলতা,মেঘের আয়ুনিয়ে পেঁজাতুলো
সফেন ঢেউয়ে ভেসে গাঙচিল শুভ্রডানার
স্বভাবে উড়েআসি হিম বরফের দেশথেকে
মৃত্যুফাঁদে যেন পেতে আছি শব্দহীন ধুসর প্রাণ--------
নিঃশব্দ আততায়ীর হত্যাদুশ্যে ওবুঝি
এতোটুকু অনুকম্পা ও থাকেনা!
অথচ প্রতিদিন না থাকার গোপন কষ্টগুলো গিলে খেতে খেতে ক্ষয়িষ্ণু চাঁদ
জোস্নায় স্নান সেরে অসম্ভব সজীবতা ধারণ করে অতঃপর আত্নঘাতী ঘাসেরা
মানুষের বিপজ্জনক নিবটবর্তি হয়।
বৃক্ষের স্বভাবে কখনো মানুষ রক্তাক্ত
কুঠার বুকে অশথ্ব নেশায় বুক পাতে ঝোড়ো হাওয়ায়, অন্ধ বাবুই।
স্নেহরা ভয়ার্ত অসুখে এখন-----
রোদ্র খড়তাপ,ভয়ার্ত কুঠার,তবু বৃক্ষরা ভয়হীন ছায়ার নির্মানে পেতে দেবে বুক
ঝির ঝির সবুজ পাতার বুকে ধিকি ধিকি বাড়ছে অসুখ।