রাত কতোটা বিষন্ন
বস্তুত আমি চাইলেই ফিরে আসবেনা সুনিল হাওয়া জোস্নারা ফিরে আসবেনা পুণর্বার সুবর্ণ সবুজ বাতায়নে, ফুটবেনা কোন কাকলি মুখর দিন
অবহেলার বিষন্ন বেলাভুমে যুগল ছায়ার গান কেউ গাইবেনা আনমনে।
আমি চাইলেই একাকী বিষন্ন নির্জন রাত হেসে উঠবেনা
কতোটা দীর্ঘ হতে পারে সুনসান হাওয়ামগ্ন অথই পারাবার আমি গভীর শেকড়ে যতোটা নিমগ্ন ডুবে আছি তুমি বুঝবেনা।
বস্তুত আমাদের ভালোবাসবার মতো হাতে হাত রেখে নিবিড় হয়ে বসবার মতো এতোটা মাধুর্য্য নেই যাপিত জীবনে আমরা বড়ো বেশি হিসেবি হয়ে গেছি ভিখেরি কাঙালপনা আমাদের আচ্ছন্ন করে আছে!বস্তত অপার নিলীমার বিশাল আকাশ, ঐ উম্মাতাল সাদামেঘ গাঙচিল শুভ্র ডানার লাবন্য আমাদের নিঃস্ব হতে শেখাতে পারেনি।
আলো আঁধারের কাব্য
বস্তত এযাবৎ কোন অণ্ধকার অরন্য বিভীষিকা, স্বাপদ স্বভাবী কোন দুর্জন যাই ব লো, অণ্ধকারের কাব্য খুলে খুলে প্রতিটা পাতায় ক্ষয়িষ্ণু লাবণ্য ছুঁয়ে ও বলিনিতো ভালো নেই এতোটুকু---থ-
ময়ুরাক্ষী জলের অতলে ডুবে যেতে যেতে জাগাতে দেখিনি শিহরণ ------- নীল ঢেউয়ে দেখিনি জলছাপে ভেজা চিঠি, অমরাবতী কোন ক্রন্দসী র রাতের বিষন্ন বালিশে দেখিনি আশান্বিত ভোরের দরোজা খুলে একফালি রোদের ঝিলিকে রাঙ্গানো বর্নিল মুগ্ধ রঙধনু।
প্রতিক্ষার নিন্দিত প্রহর গুলো ভুলে যেতেযেতে একবার ও ভাবিনি খড়কুটো ঠোঁটে ফিরে যাবে বিষন্ন বাবুই ! রক্তচক্ষু মেঘ ঝড়ের পূর্বাভাসে কেবলি শাসিয়ে যায় আর আমি নির্বিকার শখের বাগান ভেবে তিলে তিলে স্বপ্ন বুনেযাই।?
এখন বিচ্ছেদের নিরেট দেয়াল যেন অটল হিমালয় সারাটা হ্রিদয় জুড়ে দাঁড়িয়ে রয়েছে।
দ্বিধান্বিত যাত্রা
যাবোনা আর একবার ও
একথা ভেবে ভেবে স্রোতেরা তবু ও অনন্ত পরমায়ু পেয়ে নিরন্তর জোস্নায় যাএা করেছে।বিরুদ্ধ সময় যখোন কারো ইচ্ছের ধার ধারেনা,
যদি আমি দুরান্তরের গান গাই, গা ভাসাই অনিচ্ছুক স্রোতে- ভাসতে ভাসতে দেখি---
ক্ষোভ, ঘৃণা জলে ধুয়ে কোন আঘাটায় অবেলায় নিষিদ্ধ বাড়ির ঘাটে পৌঁছে গেছি।
দেয়াল
হরোপ্পা মহেঞ্জোদারো আদলে বুঝি, তন্ন করে অতল পাতালে সোনার খনির ক্লান্ত দুর্বিষহ শ্রমিক, ঘামে গন্ধে, রন্ধ্রে রন্ধে খুঁজি নোনাজলের লাবন্যে স্বচ্ছ পানের মতো বিশুদ্ধ জল-
যদিও টলমল করছে দেয়ালে স্নৃতির ধুলোমগ্ন মলিন ছবি
একদিন এই মেঠোপথ উম্মাতাল জোস্নালাবন্যে ভরপুর ছিলো, ধন ধান্যে ভরপুর ছিল গৃহস্তের সোনার সংসার, যেখানে ভুলোনা আমায় লিখা কারুকাজে দুজন কিশোর কিশোরীর হাস্যোজ্জল ছবি আলো ছড়াতো দিনরাত- :
এখন সেখানে বিভেদের নিরেট দেয়াল-।