মামুন মোয়াজ্জেম এর দুটি কবিতা
মামুন মোয়াজ্জেম এর দুটি কবিতা

তবুও ঈদ


মৃত্যুর মিছিলের ভেতর
বাঁকা চাঁদ অকস্মাৎ এসে যায়
জীবন নাশ ও বিকাশের দোলাচলে নাচে পৃথিবী !

অসুস্থ পৃথিবী পীড়িত আঙ্গুল তুলে জানায়
জীবনের জয়গানই শ্রেয়
জীবের কোলাহলই পৃথিবীর প্রাণ
সবুজের অবাধ বিথার আসমুদ্রহিমাচল
মানব স্পন্দনেই জাগ্রত !

কোনকোন দুখিনী ঈদ আসে
দুঃখে আনন্দ জাগাতে
আমরা জাগি-
কুলহারা প্রবল ঢেউয়ে আমরা তরী ভাসাই
ধ্বংস স্তুপে ডানা মেলি আমরা ফিনিক্স পাখি।

তবুও ঈদ
দুঃখের নোনাজলে পুত হয়ে জেগে ওঠার ঈদ !!

করোনাপোলব্ধি


শুধু একটি সংখ্যা বা ছবি পর্যন্তই কী মানবজীবন
এক ঘূর্ণাবর্তে যারা চলে যায়
তারা কী খসে পড়া তারার নামে শুধুই সংখ্যা ?

হে মানুষ, তোমার পিন্ডি চটকাতে বড়ো বেশি
আয়োজনের প্রয়োজন নেই !
কিছু ভেজাল বাতাসের নগণ্য কারসাজিতেই
তুমি অস্তিত্ব বিহীন-
তারপর একটি সংখ্যা পরিবারের বারকোশে একটি ছবি
নগণ্য একটু ইতিহাস !

জনে জনে নগরে নগরে নানান ভোজবাজি কারসাজিতে
সূর্যের তেজকেও ম্লান করে দাও অহংকারের আগুনে
বুকের ভেতর টিমটিমে জ্বলা প্রাণ প্রদীপের কথা
তুমি ভুলে যাও
চায়ের গল্পে ওঠে দাম্ভিক স্বগতোক্তি
যেন তোমার দয়ায় বেঁচে থাকে পুরো পৃথিবী !

অথচ একটি দুটি সংখ্যা ভিন্ন তুমি কিছু নও
একটি সংখ্যা থেকে একটি ছবি না হয় একটি
গ্রুপ ছবির ক্ষুদ্র ইতিহাস পর্যন্তই তুমি'র সাকুল্যে মানব !
যদি আসে ঘূর্ণাবর্ত
যদি না আসে হাত পা'র অবলম্বনের কোন ফুরসৎ !


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান