মালিপাখির কবিতা
খুঁজিস শুধু তুই
সবেদা গাছ রূপোলি নাচ ফুটলো বেলি জুঁই
কেমন করে মাছরাঙা হোস বলতে পারিস তুই
তোর বুকে কি ঝুমঝুমি ভোর নাচলে বাতাস বয়
ভুবন ডাঙায় ফিরবো যখন করবি পরিচয়
নীল পরীরা ওড়ায় যখন রাতের তারা হাঁস
হৃদয় পুরের পথিক আমি কার কাছে খোঁজ পাস
পাতায় পাতায় রঙ ঢালি রোজ নামতা শেখানোর
এই কথাটাও ভাবলে বুঝি নেই অজানা তোর
সবেদা গাছ রূপোলি নাচ ফুটলো বেলি জুঁই
কেউ না ভালোবাসুক আমায় খুঁজিস শুধু তুই