এই পৃথিবীর স্বপ্ন জানে
ঘন সবুজ আলোয় মোড়া একটি তারার শুদ্ধ হাসি ,
চিনবো বলেই হরিণ হয়ে আলোক ধারার স্বর্গে আসি ।
তাই বাজে এই পাতার হৃদয় । অরূপ কথার গন্ধে মাখা ,
শিরায় শিরায় যায় বয়ে রঙ -- নদীর মতো মগ্ন শাখা ।
শাখায় শাখায় রূপ অপরূপ ! দিন হলে শেষ ইচ্ছেপরী ;
শিউলি, টগর, গোলাপ ফোটায় -- তাই দেখে নীল অশ্বে চড়ি !
ঘন সবুজ আলোয় মোড়া সেই তারাটির গুঞ্জগানে --
আমার মন ও চাঁদ হয়ে যায় এই পৃথিবীর স্বপ্ন জানে !
রূপকথা নদী
টুপ্টাপ্ করে নীলাকাশ থেকে নীরবতা যেন ঝরেছে --- !
এই চোখ থেকে '' রূপকথা নদী'' উপচিয়ে চাঁদে পড়েছে --- !
আর মায়া আলো '' মোনালিসা'' হয়ে মথেদের ডানা মুড়েছে ।
পাহাড়ের চূড়ো ছুঁয়ে ছুঁয়ে নেশা একরাশ স্মৃতি জুড়েছে ।
জোনাকিরা যেন গাছে গাছে নেচে আশা, ভালোবাসা জ্বেলেছে ।
পৃথিবীর বুকে প্রিয় ঘাস গুলো মননের ধারা ঢেলেছে ।
টুপ্টাপ্ করে নীলাকাশ থেকে নীরবতা যেন ঝরেছে -- !
এই চোখ থেকে '' রূপকথা নদী'' উপচিয়ে চাঁদে পড়েছে -- !