ভালবাসি নীলাকাশ জল নদী মাটি ঘাস
সাদা সাদা উড়ে যাওয়া মেঘ,
ফুল ফল লতা পাতা সবুজের সজীবতা,
নেচে ওঠা বাতাসের বেগ।
মুধুকর প্রজাপতি শাপলা কচুর লতি
ঘুঘু শ্যামা দোয়েলের গান
মায়া ভরা সোনা গাঁও সাদা পাল তোলা নাও
ভালবাসি দিয়ে মন প্রাণ।
শিশিরের মৃদু হাসি ঝরা ফুল রাশি রাশি
সূর্যের ঝলসানো পারা,
জোছনার মাখামাখি মিটিমিটি তারার-আঁখি
নেমে আসা বৃষ্টির ধারা।
বিকেলে খেলার মাঠ জলে ডোবা দিঘি-ঘাট
অগোছালো ছনে ছাওয়া ঘর,
কৃষক, রাখার ছেলে, ভালবাসি মন ঢেলে
ধান পাট সরিষা ও খড়।
ভালবাসি বইখাতা গণিতের প্রতি পাতা
ভালবাসি ইতিহাস পড়া,
ভূগোলের বিস্ময়, বিজ্ঞান করে জয়
পড়ে ফেলি বিদ্রোহী ছড়া।
পাহাড় সাগর খাল প্রকৃতির হালচাল
নামা ওঠা জীবনের গতি,
ভালবাসি সুখ দুখ কারো কারো হাসি মুখ
ভালবাসি সোনা দানা মতি।
সব চেয়ে ভালবাসি মুখে যে ফোটালো হাসি,
না খেয়ে খাওয়ালো আমাকে,
যে শেখালো কথা বলা পায়ে পায়ে হেঁটে চলা
সেই গুরু, চির সাথী মাকে।
[গ্রন্থ: ফুলের হাসি চাঁদের হাসি]