মিলি সুলতানা’র কবিতাগুচ্ছ
কবি- মিলি সুলতানা
♪ দীর্ঘশ্বাসের বিসর্জন ♪
কিছু কিছু কথা না-বলাই ভালো
চাপা থাক কিছু ব্যথা।
কিছু চাওয়া না পাওয়ায় মিশে থাক
অপ্রাপ্তিতেই পূর্ণতা পাক বিষম জ্বালা।
বরং দূরেই থাকি, নীরবে দেখি
লুকোনোই থাক ভালবাসা।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
অচিনই থাকি, আমায় না চিনলে
সেই ভালো, সেই ভালো
জেনেও না জানলে!
কেউ জানে না ব্যথাগুলো কেন জ্বালায়।
কেউ বোঝে না অনাদর কেন কাঁদায়,
কখন ক্ষয়ে যায় হৃদয়ের মোহন দ্যুতি!
কেউ জানে না কোন্ গভীর ব্যথায়
নীল আধমরা হয়ে আছি আমি। ♪তালপাতায় কেনা সুখ♪
কদম শাখায় বৃষ্টিস্নাত ফুল আবীর হারায়।
নিঃসঙ্গ সত্তা অপূর্ণতা ঘেরা বিরহী আঁধারে
যেখানে ভোরের শুরু রাতের অন্ত।
পেটের ক্ষুধা যেথায় জীবনের আবীর
গন্তব্য পথের শেষে কৃষাণীর ছোট্র নীড় ।
নির্জন মেঠোপথ পাখপাখালীরা নীড়ে
দু'একটা খেঁকশেয়ালী দুরে হাঁক ছাড়ে।
রাস্তায় পড়ে রয় শেষ বিকেলের আভা,
কুয়াশা ভেজা মাটি আর দুইধারের দুর্বা ।
আজ পথ শেষ হল কাল কি হবে এসে
অনিশ্চয়তা থেকে গেল এ পথের শেষে ।
তালপাতার ছাউনিতে সুখ কিনে আনে ।
চোখ রাখি সবুজ দুর্বাঘাসের শিশিরে
ছুঁয়ে দেখি কলমিলতা নুয়ে পড়েছে।
♪আমার যত সুখ♪
রাতের তারার সাথে ভাব করে
ভাবছি বসে তোমার কথা
হারিয়ে যাবো তোমার কপালের ওই লাল
টিপের আড়ালে
বুঝে নিও কত ভালোবাসি তোমায়।
সাগরের বুকে যেভাবে ঢেউ উঠে
আমার হৃদয়ে তোমার নামের সুখ জাগে
আমি শুনবো না কারো কথা
হিমেল বাতাসে ঝরে গাছের পাতা।
আমায় তুমি ছুঁয়ে দিও আলতো করে
চলে যেওনা কোনদিন একা ফেলে
আমি চিৎকার করে পৃথিবীকে জানিয়ে দেব
কতোটা ভালোবাসি আমি তোমাকে।
♪স্বরচিত বিরহ♪
কত হিসেবের অনুশীলনে প্রহর পার করি।
বুকভরা মায়া জাদুতে সবই বেসামাল ।
তবুও কেন কড়া নাড়ে স্বপ্নের দুয়ারে?
কত শত ভাবনারা দেয় উঁকি ক্ষণেক্ষণে,
বুনে যায় স্বপ্ন বীজ ফের এই মৃন্ময় মনে।
চওড়া বুকে ছাতিমের ঘ্রাণ
চুম্বনে নেশা ধরাও বুঝি আফিমের মতো!
ঝরিয়ে দিয়ে ঠুনকো মনে অভিমান যতো।
বিরহের ভাষাগুলো হয় স্বরচিত;
মায়াজালে মুগ্ধ তবু, নিজেকে রেখেছি অটুট,
হাজারো ভাষী মিনতি তাই বাড়ালো দাপট।
রহস্যের ধুম্রজালে ক্রমে বেড়েছে গরিমা।