মোশাররফ মাতুব্বর এর কবিতাগুচ্ছ
বেহুলার বাসর
এই স্তব্ধতার গান শেষ হবেই কোনদিন
মিছিলের শব্দের আওয়াজ থেমে গেলে
এইখানে কবরস্থান দাঁড়িয়ে থাকে বহুদিন
তবুও মাঝে মাঝে কিছু গুজব ডানা মেলে।
ধর্ম এক মিথ যা আফিমের আস্ত আড়ৎ,
হত্যার সাথে জড়িয়ে দেয় বিশ্বস্ত রুপকথা
পরশুদিন যে হুজুর মারা গেছেন নিয়ে চাঁন সুরুৎ
বিশ্বাসের সাথে বিশ্বাস না মিললে শুরু হয় কটুকথা।
শীতের পাতা না খুলতেই জমে উঠেছে নছিহতে ধারা
যার বাবা মা বৃদ্ধাশ্রমে দিন কাটায় সেও খুব কাজে
দূরে জমিয়ে তুলেছে রঙিন পশরার দোকান কারা
সত্য মিথ্যার বেসাতি করে সাধু হয় মাঝে মাঝে।
তুমি সত্যি বলবে, তোমার কোন বন্ধু নেই অন্য
আছে কেবল লুটপাটের বাড়াবাড়ি
ভুখা হিসেবে থাকে রাতের নৈশভোজের নেমন্তন্ন
চোখ খুললেই দেখবে চোখের আড়াআড়ি।
যা কিছু ছিল সবই গেল, জেগে থাকো স্বপ্নের ভেতর
মাথার ভেতর আগামী নিয়ে জেগে থাকো বিছানায়।
শবেদের মিছিলে শব্দ সোচ্চার হলে কথা বলবে মেথরও
আলো ঢাকতে ঢাকতে তুমিও খাদের কিনারায়।
সেদিন জমে উঠবে মুখোমুখি সংলাপের আসর
যদিও জানি জমে যেতে পারে বেহুলার বাসর।
নতুন গল্প
মন নিয়ে মনোভাবনা কুটিল, নিজেদের দ্যাখো সুক্ষ্মভাবে
হঠাৎ বিদ্যুৎ চলে গেলে,কবর এসে হাজির
হাজির হয় আমলনামা, দূরত্ব মেপে কেঁপে উঠবে
ভালোবাসলে জীবনকে জুয়ার বোর্ডে রাখা বাজির।
হেমন্তের ঘাসফুলে ও থাকে সৌন্দর্য,দোদূল্যমান
যাকে ভালোবেসে বড়জোর পা ভেজানো যায়
মানুষ দেখে লুকালে, অন্ধকারে তুমিও মৃয়মান
হাত ছুঁয়ে দিলেই ভালোবাসা এসে দাঁড়ায় ঠায়।
কোন সার্থকতা নেই, কিছুকষ্ট ও বিষন্নতা ছাড়া
একই কক্ষপথে হাঁটতে গেলে লাগতে পারে সংঘর্ষ
তোমার যতো কষ্টের সমষ্টি কেবল সন্দেহের ধারা
জীবনের পথে থাকে তিক্ত অঘটন, তবুও প্রেমই সর্বস্ব।
মনের ভেতর সন্দেহের জট,পথের ধারে ধারে নতুন গল্প
তুমিও যেতে পারো বহুদূর,আগে তবে শূন্যতা তৈরি হোক অল্প।
অন্ধ অপেক্ষা
যে জীবন জংশনের, তাতে লেখা নেই কোন ঘরের ঠিকানা
অগুনতি মানুষের আসা যাওয়া, সময়ের সাইরেন, গন্তব্য জানিনা
এ জীবন থামে শুধু মাঝে মাঝে সরাইখানায়
তাকে যদি জিজ্ঞেস করো জীবনের মানে তা কী মানায়।
অনেকেই ইষ্টিশনে রেখে যায় অভিমানী মন
আধো অন্ধকার, নম্বর ছাড়া প্লাটফর্ম, অচেনা গাড়ি
আমাকে ছেড়ে যাবার কী ছিল এমন কারণ।
অথচ তোমার জন্য এখনও পথ চেয়ে আছে পথিক
তুমি ফিরে আসবে না জেনেও অপেক্ষা করি
কে এসে বলে দিবে আমাকে কোনটা সঠিক।
শূন্যতা
তোমার চলে যাওয়া দেখে মন খুব কেঁদেছিলো একদিন
যেমন পাহাড় ছেড়ে বয়ে যাওয়া একাকী নদীর মতোন
কাউকে না কাউকে একা থাকতে হয়
বেছে নিতে হয় সন্ন্যাস জীবন।
আমিও জন্মেছিলাম শূন্য হতে
তাই পূর্ণতা কখনো ছুঁয়ে যায় না।
এই বিরহমগ্নতাকে আমি উপভোগ করি
ইচ্ছে হলেই কেউ কেউ ঘৃণা করতে পারে।
তোমাকে ভালোবাসার অপরাধে দন্ড দিলে
বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার মৃত্যুদণ্ড হবে না
পাখিরা সুর ভুলে যাবে না।
তবুও আমি অন্ধ হতে হতে তোমাকেই জপে যাই।