মোহাম্মদ ইকবাল এর কবিতা
চিত্ত এবং শরীর
মস্তিষ্ক মননে আমি চিরঞ্জীব
চিত্তে আলোর গতি
শরীর ভিন্ন ভাষা বলে
চিত্ত দেখায় হিরন্ময় আলোর আকাশ
শরীর গোরের পথ
আমি থুড়াই কেয়ার করি
চির সবুজ আমি
আমার তারুণ্যের উনষাট পার
ষাটে পদার্পণ
যখন কেউ বলে
কবি
অভিনন্দন
জন্মদিনের অসংখ্য শুভকামনা
অভিযাত্রার সহস্র আলোক বর্ষ নিমিষেই অতিক্রম
আমার কাব্যেই বেঁচে থাকা
ষাট কি সহস্র আমার কি যায় আসে
আমি বেঁচে থাকি কবিতাকে ভালোবেসে...
নিকষিত প্রেম
সোডিয়াম বাতির তামাটে হলুদ দ্যুতিতে বিবর্ণ শহুরে নিশির নিকষ আঁধারী রূপ!
আমদানিকৃত হাইব্রিড সংস্কৃতির আগ্রাসনে দেশীও খাবারের স্বাদও প্রায় ভুলতে বসছি
গোলাপের সৌরভ ছাপিয়ে এখানে ভেসে উঠে জাগতিক প্রসাধনীর গন্ধ
নৈশপ্রোমেদে ব্যস্ত যখন নিশাচর নাগরিক,
নির্ঘুম আমি তখন রক্তাক্ত হই হৃৎপিণ্ডে খামচে ধরা একাকিত্বে
নামহীন কিছু সম্পর্কের চোখ ধাঁধাঁনো লতাগুল্ম অর্কিড আমার অস্তিত্বেকে জড়িয়ে নিতে নিরন্তর সচেষ্ট
সুকৌশলে যা এড়িয়ে চলি বারংবার,
নাগরিক আধুনিকতার কাছে কখনো কখনো সমঝোতা করি মূল্যবোধের!
সবকিছু বদলে ফলি অবলিলায় তবুও ভুল করে ভুলিনা একটি মুখাবয়ব!
আমার প্রতিশ্রুতির বিশ্বাসে গ্রামের উত্তর পাড়ার শেষ বাড়ীতে জেগে থাকা অনঘ দুটি চোখ।
এ আমার নৈকষ্য অহং নিকষিত প্রেমের সুখ...
ইস্কাপনের রাজা
কবিতার রসে ভাসি ডুবি
দেহ ভাসাই উল্টো স্রোতের টানে
উল্টোরথে চড়ে বসি
উল্টো পথেই হাঁটি
উল্টো ভাষায় কথা বলি
উল্টো সুরেই গাই!
আমি ছুঁলেই উলট পালট ধরা
ভালোবাসায় হৃদয় থৈথৈ
দূরে পালায় বহুদূরে খরা!
আমার হাতেই হরতনের লাল টেক্কা!
যেদিন থেকে প্রনয় দিলো ধরা!
নৈবেদ্যে শুধুই প্রেম,
আমার প্রেমিক সাজা,
আমি ইস্কাপনের রাজা
আমিই ইস্কাপনের রাজা...