মোহাম্মদ ইকবাল-র গুচ্ছকবিতা
মোহাম্মদ ইকবাল-র গুচ্ছকবিতা
ভালোবাসা

চোখের সম্মোহনীতে ছিল মদির আমন্ত্রণ
ক্রমাগতই ডুবছি তার অন্তহীন গভীরে
স্বচ্ছ নিস্পাপ চোখের দরজায় প্রাণখোলা আহবান
অমিয় এমন সুখ ভালোবাসার ভাঁজে ভাঁজে?
তুমি দেখিয়ে না দিলে অজানাই থেকে যেতো,
আমি কি জানতাম পৃথিবী এমন দ্যুতিময়?
তোমার ভালোবাসার সমুদ্রে অবাক্ষ ডুবে
আমি হেটে যাই আলোর দিগন্তে
কুড়াতে থাকি ভালোবাসার নুড়ি পাথর হীরা জহরত পান্না......


পরাক্রম

চৌরাস্তার সড়কদ্বীপের নগ্ন দেবীমূর্তির হাতের ধনুক ছুঁয়ে পার হচ্ছে রাতের কালো শরীর
একদা দৌড়াতে থাকতাম রাতের পাশাপাশি
কারণ তার ভাঁজেই তুলে লেখেছিলম শতবর্ষী পুরনো মদের বোতল মাংসের উগ্রতা
ভূপালী রাত জেগে উঠলেই ভাবনায় উঠোনে ভীড় জমায় রোমিও ইউসুফ শ্রীকৃষ্ণ কিংবা ব্রহ্মাদের ছায়া
মাংসের উগ্রতায় আকাঙ্ক্ষার চৌকাঠে উলঙ্গ নৃত্য করে প্রাসাদ বাইজীদের অপচ্ছায়া
প্রতারণার ছত্রাকে ঢাকা কড়া লিপস্টিকের ঠোঁটগুলি ফণা তুলে তেড়ে আসে
কখনো পেছিয়ে সমস্ত শরীর অজগরের মতো গিলে ফেলতে উদ্ধত
অতঃপর কারো নিখাঁদ ভালোবাসার মন্ত্রে সমস্ত অপচ্ছায়ার সম্মোহন থেকে মুক্তি
মায়া ভ্রম কিংবা সম্মোহন তাঁর ভালোবাসার কাছে নস্যি..............

জলরথ

জলরথে আমিই একমাত্র উদ্ভ্রান্ত মাতাল সওয়ারী
ইচ্ছে পাখির ডানায় ভালোবাসার সমুদ্র দিচ্ছি পাড়ি
চাকার ঘর্ষণে জল ক্রমেই যাচ্ছে গলে
রথের চাকা পাখির ডানা কিংবা জল সবই যদি যায় ডুবে
সুপ্রিয়, তারপরও কি তুমি আমার সঙ্গী হবে.......


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান