মোহাম্মদ ইকবাল-র গুচ্ছকবিতা
মোহাম্মদ ইকবাল-র গুচ্ছকবিতা
জমাট বাঁধা সুখ

নির্লজ্জ বাসনার আয়নায় প্রতিবিম্বিত হতে দেখি অনিন্দ্য সুন্দর তোমার মুখশ্রী
বাসর শয্যার ভূপালী মায়াবী রাত
আশকারার আশকারায় নিষিদ্ধ লোভগুলির মাথাচাড়া দিয়ে ওঠা
রাত যুবতি হতেই রাতগুলি মাতাল হয়
অন্ধকারের জিহ্বায় অনর্গল উচ্চারিত হয় আনকোরা ভালোবাসার গল্প
ঠোঁটে ঝুলে থাকা জাফরিন মৌচাকের ভারে লজ্জাবনত কামুকী লাজুক ঠোঁট
বাসনার আয়না ভূপালী রাত বাসর শষ্যা রাতের অন্ধকার সব মাতাল হয়ে উঠলে আমারা আশ্রয় খুঁজি ভালোবাসার আঁচলে
ভালোবাসাও যখন মাতাল হয় শূন্য স্কচের বোতলের মত নগ্ন মিলনযূত দেহ পড়ে থাকে গভীর আলিঙ্গনে
আর আমাদের সুখগুলি পরম সুখে জমাট বাঁধতে থাকে.

আগুনের গোলাপ

একটি চুম্বন নেশা সময়কে মোহগ্রস্ত করে রাখে
পাথর স্থবির জড় হৃদয়হীন তা জেনেও নিত্য করেছি তাঁর পূজো
ঝুলিতেও জমেছে নিন্দিত তিরস্কার
তবুও থামিনি
গুণকীর্তনে জপমালা গুটিকায় ঝড় তুলেছি
পূজা আরতি গীত পাথর বন্দনায় হুশহারা
সম্বিৎ ফিরলে দেখি পাথরের বুকে স্পন্দন,
অশান্ত জলের ধারা।
শরীর বেয়ে টুপটুপ ঝরে গোলাপের সুঘ্রাণ!
আতসি চুম্বনে ছুঁয়ে দেই প্রণয় দগ্ধ রেশমী কোমল ঠোঁট,
হ্রেষা ধ্বনি তোলে রতির ঘোড়া
আকাশে পাখনা মেলে সবকটি তৃষিত পালক
কষে ধরি তাঁর আগুন তপ্ত লাগাম
তারপরও পরাগে মাখামাখি
পাথর এখন আগুনের সুবাসিত গোলাপ।

বাউল বৈষ্ণব

অগোছালো পাগলামি আর ছন্নছাড়া জীবনের টুকরো টুকরো বাঁদরামিগুলো যত্নে তুলে রাখো ভালোবাসার বৈয়ামে
নিয়ম অনিয়ম নিয়মিত ভ্রান্তিগুলোও
অতঃপর তালা আঁটো হৃদয়ের সেফ ভল্টে
সেখানেই ওগুলো কবিতা কিংবা কবিতার পান্ডুলিপি হয়ে ওঠে
কখনও কবিতার বইয়ের প্রচ্ছদ কখনও বা প্রচ্ছদ শিল্পী কখনও একেলা পাঠক কিংবা ব্যাক্তিগত লাইব্রেরি
আবার কখনও নিজেই কবিতা
আমি তার ভাইরাসে সংক্রামিত হই!
জনবিচ্ছিন্ন হই!
হৃদয়ে ইনকিউবেশন পিরিয়ড শেষে ওগুলো
কখনও ইস্কাপনের বউ কখনও জাফরানি মৌচাক কখনও বৈষ্ণবীর প্রেম হয়ে ওঠে
জনবিচ্ছিন্ন এক বাউল বৈষ্ণব আমি
তাঁর ভালোবাসার সুরের খেয়ায় ভেসে চলি গ্রহান্তরে গ্যালাক্সী থেকে গ্যালাক্সীতে...


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান