কবি চঞ্চল নাঈমের সম্পাদনার প্রকাশিত
হলো শিল্প সাহিত্যের ছোটকাগজ ‘পেপারব্যাক’৷ আগস্টে (২০২১) প্রকাশিত প্রথম
সংখ্যাটির প্রচ্ছদ করেছেন বিপ্রতীপ ধারার চিত্রশিল্পী মোজাই জীবন সফরী৷
সংখ্যাটির মূল্য ২০ টাকা৷
উল্লেখ্যা
সম্পাদক চঞ্চল নাঈম দীর্ঘদিন থেকে জঙশন, বিন্দু, দ্রষ্টব্য, প্রতিশিল্প,
ওয়াকিং ডিসট্যান্স সহ বিভিন্ন ছোটকাগজে কবিতা ও গদ্য লিখছেন৷ ‘জঙশন’ থেকে
তাঁর দুইটি কবিতার বই প্রকাশিত হয়েছে৷