রঞ্জনা রায়ের কবিতা
ভালোবাসার বারান্দা
তোমার ভালোবাসার বারান্দায় রোদ্দুর খেলা করে
পাখি গান গায় ঘুমিয়ে থাকে তুলতুলে বেড়ালছানা
রোদের সঙ্গে মাটির সঙ্গে ফুলের সঙ্গে গাছের সঙ্গে
তুমি হয়ে আছো সৌরভের পরশমনি আলোর প্রতিমা
কিশোরী চাপল্যে তুমি ছুটেছ পৃথিবীর নানা প্রান্তে
একান্তে খুঁজেছ মানুষ মানুষের সদা জাগ্রত মনে
হাসির আমেজে ভাঙতে চেয়েছো সব অন্ধ সংস্কার
সীতাই ছিলো তোমার প্রতিবাদের হাতিয়ার রাম নয়
অন্যায় অসাম্যের দেওয়াল ভেঙে নারী জয়ী হোক
এই ছিলো তোমার সারস্বত জীবনের সুদৃঢ় প্রত্যয়
অনায়াসে দিয়েছ ভালোবাসা চাওনি প্রতিদান
রামধনু রঙে আঁকা তোমার উজ্জ্বল ছবিটি চির অম্লান।