রাজেশ চন্দ্র দেবনাথ -এর কবিতা
আয়না
পথ মুছে গেছে ব্যঞ্জনায়
টানা আলোর সুতোয়
লেগে আছে শিশিরজল
ভৌগোলিক ফাঁদে দীর্ঘ ধোঁয়াশা
মুহূর্তে মিলে যাচ্ছে
শারীরিক ফেনা
প্রান্তিক কাকতাড়ুয়া সেলফির ভুলে
দৃশ্যে তুলে ধরে জীবাশ্ম আয়না
মৃত্যুকাল
তালপাতা ঠিকরে বিন্দু বিন্দু রাত
নিরিবিলি গলি পেরিয়ে মৃত্যুকাল
আলসে দিনগুলো ডুবো স্বপ্নে
ঠোকরাতে থাকে সবুজ ঘ্রাণে।