ঘরে
ফেরা পাখিদের মতোই রোজ সন্ধ্যেবেলা ফিরে আসে সব দুঃখগুলো।এই নিয়ম তাদের
আজানা নয়। তবুও একদিন একটা দুঃখ সময়মতো ফেরেনি, দুশ্চিন্তা আঁধার থেকে
দু'কদম হেঁটে এগিয়ে গেলো। রাত গভীর হলো। প্রায় ভোরের দিকে সে ফিরে এলো। পথ
হারিয়ে ফেলেছিল।তখন থেকেই তাদের একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। দড়ির আর এক
প্রান্ত আমার সাথে বাঁধা। যেখানেই যাই আমি, এরা ঠিক বুঝে নেয় অবস্থান।
সন্ধ্যেবেলায় দড়িতে টান দিলেই, একে একে চলে আসে আমার কাছে।