লুৎফর রহমান ।। পাঁচটি কবিতা
লুৎফর রহমান ।। পাঁচটি কবিতা
হাজার ফুল ফুটবেই

 

জগতে এক বুনো হাওয়া বইছে

প্রাণের তারকা-মেলায়

বুনো হাওয়া খেলছে

স্বজন বিজনে নিষ্ঠুর

গ্লোবাল ভিলেজ নির্মম তিমিরে ছাওয়া

হাক-ডাক অবিরাম

জীবনের গল্প করুণ

ভালবাসার মিথ্যে শাস্ত্রপাঠ

কণ্ঠে আনন্দ-ধ্বনি নকল

কথার তুবড়ি ফুটছে তো ফুটছে

সোনালি অঙ্গীকারের নীচে

মৃত্যুর মহাসমাবেশ-আয়োজন অবিরাম

 

কালের গতি অনন্ত

মনুষ্য-সমুদ্রে অবিরত চঞ্চল ঢেউয়ের খেলা

সবুজের সমারোহ প্রান্তরে প্রান্তরে

হৃদয়ের রঙ ছড়ায় আকাশে-বাতাসে,

অসীম কামনার স্রোতে

জাগ্রত জীবনে দুলছে কাশফুল,

প্রেমের শত পথ উদ্ভাবন নিশ্চিত

বিনিময়-বাগানে হাজার ফুল ফুটবেই

 

 

 

সম্ভাবনার ঢেউ

                             

ভালোবাসি তোমাকে-

হৃদয় উজাড় করে ভালোবাসি

তুমি আমার বিগলিত জ্যোৎস্নার মুগ্ধতা

স্নিগ্ধ পরশ অহর্নিশ,

তুমি প্রাণের সুনীল আকাশে                           

রোদমাখা রঙিন মেঘের খেলা

শিউলি-বিলোনো হাসি

শিশির ভেজা সকাল

সোনালি বিকেলের কুমকুম

 

নিষ্ঠুর সময়-রক্তচক্ষু এড়িয়ে

তুমি আমার ঝিরঝিরে দখিনা বাতাস

সুখজাগানিয়া শিহরণ

নদীর বুকে উদাস ভাটিয়ালি গান

ময়ূরপঙ্খি নৌকোর লাল-নীল পাল

তীরের সবুজ ঘাস

কাশফুল-প্রেমে চখাচখি

বালিহাঁসের পালক

খঞ্জনার হৃদয়-দোলানো নাচ

 

তুমি আমার ছন্নছাড়া অস্তিত্বে-

নতুন ফসলের স্বপ্নে বিভোর

রোদ-পোড়া কৃষকের চাওনি

নবান্নের উৎসব

রজনীগন্ধার উচ্ছল সুবাস

আমার শত কষ্টের মাঝে তুমি

অমিত সম্ভাবনার ঢেউ

অনুক্ষণ তীব্র আঘাতে ভিজিয়ে অন্ধকার বালুচর

 

 

ঝর্না-হাসি অফুরান


 

কী কথা বলতে চাও

বন্ধু আমার

অর্ধোচ্চারিত বাণী

কেবলই শূন্যে মিলায়

কখনো লুকিয়ে পড়ে

কোন সমুদ্রগামী জাহাজে

ভেসে যায় ফেনিল তরঙ্গে

 

কোন দুঃশীল হাত

চেপে ধরে কি তোমার কণ্ঠ

কামুক পুরুষ

খামচে ধরে কি নির্মল সম্ভ্রম?

আতঙ্কের কালো মেঘ

ঢাকে কি কোমল হৃদয়

কেবলই কেঁপে ওঠে কি

চেতনার প্রজ্জ্বোলিত প্রদীপ?

 

তুমি বলেছিলে

সবুজ বৃক্ষের কোন কোটরে

সাজিয়ে রেখেছো

সোনার ডিম

ফুটে হবে

হলুদিয়া পাখি

বসন্তে গানের রাজা,

পুড়েছে কি সব

কোন অশ্লীল দৃষ্টির আগুনে?

 

পথ হোক দুর্গম

জীবন সুন্দর

জোছনা ঝরে

দখিন বায়ু বয়

এখনো সকালে

সূর্যের ঝর্না-হাসি অফুরান

 

এখনই সময়                       


 

তুমি পিষে এসো

আমার পরাজয়ের পথ

রুদ্র হুঙ্কার উপেক্ষা করে

এসো

দুর্বীনিত সময়ের বক্ষ মাড়িয়ে

                                                                   

খোলে ফেলো বদ্ধ কপাট

কালো ঢাকনা

দিগন্তে নুতুনের চিহ্ন ফুটে ওঠুক,

ঈগলের ছড়ানো মৃত্যুগন্ধ মুছতে  

এখনই সময় তোমার আসার

 

তোমার বিচরণ হবে

পাতায় পাতায় ফুলে ফুলে

সবুজ ঘাসে প্রজাপতির ডানায়

মঙ্গল শোভাযাত্রায়

বসন্তের মিলনোৎসবে

 

জীবনে আনন্দ নিয়ে এসো, 

আলোর আঁচল পাতো 

প্রিয় উষ্ণ বক্ষের পরশ দাও

অবসান হোক অপেক্ষার

অবসান হোক প্রচণ্ড পিপাসার

 


পরিণতি ভুবনে


 

নদী বইছে কলকল

সাগরে হারাবে- এটা নিয়ম

বুকে সুনীল স্বপ্ন

ঢেউ হয়ে খেলে

পলি বিলোয় দরদে

জমিনে শস্য জাগে- এটাও নিয়ম

কথা বলে পাখির সাথে ছন্দে

কথা বলে মাঠের সাথে সুরে

উচ্ছ্বাসে ফুটাতে চায় প্রেম, এটা ধর্ম

 

নদী যেনো নারী 

তার ডাকে

সাড়া দেয় রাখাল রাজা,

কামনারা জ্বলে ওঠে

আকাশের গায়

সোনার দানার মতো

আলোর কণারা ফুটে- এটা রূপ

 

কিন্তু

কঠিন কুয়াশায়

দিশা হারায় নদী

হারিয়ে যায় দূরে জঞ্জালে

দানব-বাহু ছড়ায় আঁধার

এটা অনিয়ম

 

বিরহে শুরু হয় সমুদ্র-ক্রন্দন

এবং

কান্না জমতে জমতে সাইক্লোন,

ধ্বংসযজ্ঞ তো হবেই

 

ভাঙচুর শেষে আমাদের নদী

খুঁজে পায় পথ

মেশে শান্ত সাগরে

শান্তির জন্য এটা পরিণতি ভুবনে



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান