মুছে যেও অশ্রুতে ধুয়ে
সূর্যটা ডুবে গেলে দায় ফেলে পেছনে---
বিকেল কোলে তুলে খুব দ্রুত পালালে
সন্ধ্যা প্রদীপ জ্বালবো না আর তোমার নামে।
সন্ধ্যাটাও মুছে গেলে রাতের আঁচড়ে---
আঁধার পুরে নিয়ে আঁচলে, লুকিয়ে রবো একাই ঘরের কোণে।
বুকের ভেতরের নদীটা শুকিয়ে
চর পড়ে গেলে চারদিকে,
জাগবে না তব নামের নব চারা---সেখানে।
চোখের তারা এটাচড করে আকাশের তারায়
ভাববো না আর তোমাকে; বুকের গভীরে নিয়ে মুছে যেও অশ্রুতে ধুয়ে---
ঘুচে যেও চিরতরে হৃদয় থেকে।
আমি না-হয় খ'সে পড়া পাখির পালকে স্বপ্ন ওড়াবো;
রতœ ভেবে তা, যত্ন করার কেউ না-থাকুক!
ধোঁয়া ধোঁয়া কুয়াশা হয়ে কল্পনার গল্প একাই কাঁদুক!