শতদল আচার্য ।। পাঁচটি কবিতা
শতদল আচার্য ।। পাঁচটি কবিতা

বদঅভ্যাস

 

বৃস্টিতে ছাতাই খুঁজি

ছোটবেলায় মা কাছে বৃস্টি হেরে যেতো

কখন জানি ,মার সাথে গল্প কমে এলো

অনেক কথাই বন্ধুদের সাথে

এভাবে গড়িয়ে যাওয়া সময়ে তুমি এলে

 

আরোও আরোও দিন চলে গেল

 

এখনো ছাতা খুঁজি

কোন ছাতা বেশীদিন সঙ্গে থাকে না

ভুলবশতঃ কোথায় রেখে আসি

 

এই বদঅভ্যাসে কত কিছু হারিয়েছি


হাতছানি


এখানে সবার বয়স বাড়ে

একা তোমার আর আমার নয়

 

বয়স বেড়ে যায়

বন্ধুরা স্বপ্নের গাড়ি চড়ে যায়

ফিরে দেখি , অজস্র সময় পেরিয়ে যাওয়া মুখমন্ডল

 

বয়স শুধু আমার বাড়েনি পৃথিবীর বেড়েছে

 

শুধু বললেই বয়স বাড়ে

নতুবা আমি একা

বয়স তো দাঁড়িয়ে আছে

 

সংক্রামক রোগের মত ,বয়স নিয়ে ভাবনা

ভালবাসা নিয়ে নয়

 

আমার বয়স আগের মত

কলেজে পড়া ছেলেটা যেমন আছে

আমি সেরকমই আছি

 

যদি মন এখনো তোমার কাছে রাখি


ফেব্রুয়ারি  

 


আগুনকে তোমরা দেখছো কি আগে

আগুনো জ্বলে ভাষার নামে

 

একদল মানুষ দৌড়ে যায়

ভাষার গানে

 

এখন পুড়া পৃথিবীতে বিপ্লব আর নেই

কেবল আছে জলকেলি

 

ভাষার প্রেমে ঢেউ উঠে

এখন আর আগুন জ্বলে না

 

বিজ্ঞাপনের ভাষায় আজ বেড়ে উঠেছে

যে শিশু সে কি আর জানবে

ভাষার প্রেমে বিপ্লব আসে


 

মায়াবী স্বপ্ন

 

একটি মায়াবী গল্পের জন্য একটা রাত জেগেছি

ভুলে ভুলে তুমি অন্য আশায়

আমি শুধু গল্পে গল্পে সময় গড়িয়ে দিয়েছি

 

আমার যাপনে আর কোন মায়াবী মরমী মানুষ দেখিনি

সময়ে সময়ে তোমার যাবার গান

এই অবেলায় তোমাকে ভেবেছি

 

কতটা ভালবাসলে এই অবেলায়

তোমার সাথে সুর মিলাতে বেসুরো হয়েছি

একটা মায়াবী স্বপ্ন ভেবে , পুরোটা সময় দিয়েছি


 

পুরানো বাড়ি

 

 

আমাকে একটা বাড়ির খবর দিতে পারো

 

যে বাড়িতে একটা ঘর ,একটা বড় বারান্দা

দক্ষিণের বাতাস খেলবে আমার মনে

 

 

বারান্দায় দাঁড়িয়ে পূর্ণিমার চাঁদ দেখবো

জ্যসনা  ভরা আকাশ,আলোয় জ্বলমল ,

 বিছানায় বসে দেখবো, জানালায় চাঁদ উঁকি দিবে

 

চাঁদের  সাথে থেকে পুরানো ভালবাসার,

 ভাললাগার স্মৃতি ভেসে আসে , আমার যাপনে

শুধুই স্মৃতি

 

মরণের আগে লিখে যাবো, আগোছালো সব কথা

 

আমাকে একটা বাড়ির খবর দিতে পারো

যেখানে লুকিয়ে থাকবে দেওয়ালে দেওয়ালে

ভালবাসার রঙ

 

পুরানো বাড়ি হলেও চলবে বন্ধু

পুরানো বাড়িতে একটা

 ভালবাসার গন্ধ থাকে

আমি ভালবাসার গন্ধ পাই

 

ভালোবাসলে সময় ছুঁয়ে যায় আর লেপ্টে থাকে গন্ধ


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান