শরীফ আহমেদ এর কবিতাগুচ্ছ
শরীফ আহমেদ এর কবিতাগুচ্ছ

কবি - শরীফ আহমেদ


হাতগুলো


 

হাতগুলো শুধু হাতই রয়ে যায় আমাদের

চোখগুলো দৃষ্টি প্রতিবন্ধী খুব

আমাদের শার্টগুলো পুরুষালি বটে

নিজের জাহাজে একান্ত নাবিক সাজে

প্যান্টগুলো কেবলই অসহায় পা দুটোকে রেখেছে ঢেকে

ক্ষতস্থান ক্ষতস্থান জেনেও মলম লাগাচ্ছি না আদতে

আমাদের সমৃদ্ধি একান্তই নিজেদের ফটকে ঝুলানো

আমাদের প্রগতি কেবলই মুখোসে রাঙানো

আমাদের ইয়ত্তা নেই কোনো

আমাদের বসতিজুড়ে ক্ষয়িষ্ণু স্বপ্ন

বুক ভাঙে কেবল ভুত প্রেতের প্রমোদে

আমাদের ছায়া থেকে ছায়া বিযুক্ত

মস্তিষ্ক ইদানিং তাই অন্যমনস্ক

যবুথবু পুরোটা অঞ্চল

নীলিমার নীল হতেও ভিন্ন ভিন্ন

 

ছায়া, মোহগ্রস্ত হও


 

ছায়া, মোহগ্রস্ত হও

যতক্ষণ ছায়া

নদী,তুমিও বহমান

জলের কল্লোলে জলরঙ আঁকো

ধ্যানীর মত বও

রূপসীরা দেখুক তোমার

স্বচ্ছ স্ফটিকে

নিজস্ব প্রতিবিম্বিত মুখ

তুমিও তাদেরকে নিজের কথা কও

তবে কে পাঠাচ্ছে রোজ মর্মর


 

আমি নেই

তবে কে পাঠাচ্ছে রোজ মর্মর?

পাতাবাহী এই খসখসে রেওয়াজ

ভুলিয়ে দিতে কে করছে নিত্য যোগাযোগ!

কথা বলছো যখন

কার সাথে করছো আলাপন?

কিংবা যখন থাকছো নিরব

সেই নিরবতায় ফুটেনি কি পুষ্প পরাগ?

 

প্রহর গুনি,গুনি প্রহর


 

প্রহর গুনি, গুনি প্রহর

ক্লান্তি নেই যেমন নদীর

তেমন প্রণালী এই মনমাঝির

 

ফুরিয়ে যাচ্ছে ইতোমধ্যে

অধিক কিছু, ভাবছে কেহ

ওদের কিন্তু নেই ভিন্ন গ্রহ

 

আজকের প্রয়োজন, অপ্রয়োজন

এমন অনেকের কাছে

যেমন ক্যানভাসার খিস্তি করছে

কথার বাণিজ্যে দাঁড়িয়ে

 

কেউ ছুটছে,কেউ লিপ্ত হচ্ছে মজলিশে --

 

কথারা তবু গরীব হয়, মৌনী হয়

দুরাশায় জড়িয়ে থাকে অনেক কথা

যদিও দায় নেই তাদের এমন অপারগতায়

 

কথা তবু আন্তর্জাতিক, কথা তবু

স্বদেশী, এমনকি কথারাই বুদ্ধিবৃত্তিক

কথারা কভু প্রেমিক কভু অপ্রেমিক

 

এমন অনেক কথাই ভাষা নয়

আশা নয়, যেন অন্য প্রপঞ্চক

তার দেশ নেই, বিদেশ নেই

আগ্রহের ভূমি নেই

 

সে ই আজ সভ্যতাকে করছে অন্ধকারাচ্ছন্ন

 

পাখি কিংবা মায়া


 

পাখি একটি ধারণামায়া হচ্ছে ইন্দ্রিয় অবচেতনাপাখি উড়ে গেলে কল্পনায় টের পাই তার ডানার উদ্যমতাযেহেতু পাখির সাথে সাথে কেউ ওড়েনি

আর উচ্চমাত্রা বা নিম্নমাত্রার ক্রন্দল রোল ছাড়া মায়া আজকাল

খুব খাপছাড়া

একজন আরেকজনকে যখন মায়া করে ভাষার প্রকাশ ছাড়া কে জানতে পারে? ভাষাহীন মায়া নেইনির্বাক যে প্রেম যে প্রীতি সে অচল বিষণ্ণ মুদ্রার মতো

যেমন অলীক পাখিটি বারবার ফিরে আসে সনাতন খেয়ালের বল্লমে বিদ্ধ হয়ে

 

শুভ্রা


শুভ্রার মুখের দিকে তাকালে

আমার পৃথিবী কেঁপে উঠে

ভেসে উঠে একটি নির্জন

দ্বীপের ছবি,

যেন সদ্য ঝুলিয়ে রাখা ক্যালেন্ডারে মুখিয়ে

আছে তার আনত ভঙ্গি

শুভ্রা যখন হাসে,আমার পৃথিবী তখন কম্পিত হয়

শুধু আমি একা দুলতে থাকি

শুভ্রা যা আদৌ জানেনা


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান