ভোরের
ঘাসে খুজে ফিরে দুয়েক ফোটা কুয়াশা, চোখ বন্ধ করে ঢেউ তুলে ধানক্ষেতের
হাওয়া হয়ে, শান্ত বিকেলে বাড়ির আঙ্গিনায় আলিঙ্গনে মগ্ন হয় ঝিরঝির হাওয়াদের
সাথে।
পথিক এখন নাওয়া
খাওয়া ভুলে যাবে, রোদ্দুরে চেয়ে নজর বুলাবে ডানা মেলা চিলের পানে, কড়া রোদ
ডুবে যাওয়া ছায়ায় হেটে যাবে এক পথ থেকে অন্য পথের দুরত্বে, যেনো শরৎ হয়ে
সে ছুটে চলে রিতুর পর রিতু আসা এ গ্রাম হতে অন্য গ্রামে.