শামীম আজাদের পিরানী কথন
শামীম আজাদের পিরানী কথন

১।

আজন্ম জন্মোন্মুখ তাই  
শীতার্ত রাতে

চাঁদচোয়া জল ও চুম্বন সম্মোহনে

আমি বারংবার জন্মাই!


২।
কন্যাবংশে জন্মিয়াছি   

হইয়াছি কবি
প্রতি পূর্ণিমায় পিষে পিষে যাই
সভ্যতার সিঁথিতে পা দিয়ে বাজি
রক্তের সানাই

 

 

৩।
তুফান তুলেছি
আমি,

খনা নামে ডাকো কিন্তু
ভীতিতে বীর্যদায়ী ভালুকেরে ভাবো। 

 

ভাবনা-ভালুক নিজ ফাঁদে পড়ে

থেকে থেকে দেখ কাঁপছে 

মরিবার কালে কবির বচন

জলজ্যান্ত যে হয়ে যাচ্ছে! 

 

৪।

দীর্ঘ জলবাসের পর দেখি

আমি আসলে আগুনেই ছিলাম।

মরুভুম থেকে ছাড়াতে পারিনি মুখখন্ড 

ধাতব গলেনি এক বিন্দু

তৃষ্ণা তুলে রেখে খামোখা

আহাম্মক আনন্দে ছিলাম।

 

খন থেকে পাল্টে নিচ্ছি ঘুমের কৌশল 

পালকের নিচে ইচ্ছা না পিষে, তারে পুষে রাখবো  

আর কোনদিন পরাস্ত হবে না এই প্রবল বারুদ


Shamim Azad,

Bilingual storyteller, poet and author.

Winner of National Lottery ‘Arts in the Community Award.’

Tel: 07984427989


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান