ইন্দ্র পালক ছড়িয়েছেন নারাঙ্গি বনে
আকাশ খামচে ধরেছে তাঁর সন্তানের লাশ !
বহুকাল আগে কে যেনো রাত্রির বীজ বুনেছিল
মেরুঅঞ্চলে
এ খবর রাখেনি কেউ লিখে
দিনের শেষপ্রান্তে আমাদেরও ঘর ছিলো একদিন
এখন আঁধারের সাথে যুদ্ধ করে মানবতার যবনিকাপাত …
যে পাতাটি ঝরে গেলো আজ
রেখে গেলো সে পৃথিবীর কাছে তার,
আবার
,পল্লবিত হবার অধিকার ,নতুন আয়োজনে ;
এই পাতা-ঝরা হেমন্তে
বৃক্ষগুলো লাল হলো লাল থেকে ধূসর ,
বিচ্ছেদ বেদনায় ।
যে পাতাটি ঝরে পড়ে
মৃত্তিকা বুকে নেয় পরম মমতায় ।
নাড়ী ছেঁড়া টান কিঞ্চিত আছে’তো শোক
কিন্তু আমিতো দেখেছি
শোকের মূর্তমান সেই নৈসর্গিক লাবন্য ধরা
চক্রবাল ভরে ওঠা সোনারঙ,দিগন্তহারা ভিউকার্ড
প্যারালাল ছবি ! সারিসারি বৃক্ষ
গোধূলির মতো ঈষৎ লাল ,নিষ্কলঙ্ক রূপ ।
যে পাতাটি ঝরে পড়ে ,বৃক্ষের বিসর্জনের বেদনাই হোক
তবুও বৃন্তখসা পল্লব রক্ষিত রেখেছে পৃথিবীর কাছে
শতগুণে ফিরিয়ে দেবে এটাই অঙ্গীকার প্রকৃতির ।
প্রকৃতি আপন খেয়ালে চলে ,মাটির তৃষ্ণা পেলে -
মত্ত বাদল খুলে ধরে দ্বার,মৃত্তিকার ,অন্ধকার চাষে …
কবিতারাও ক্ষুধার্ত ,চাতকির মতো তৃষ্ণা যেনো ভিড়ের পথিক ,
চোখভরা আশা যার ,অন্তহীন অন্তমিলে ছুটোছুটি দিগ্বিদিক ।
আমি
চাই শুদ্ধ কিছু ,এই রুগ্ণ সন্ধ্যায় সুপ্রসন্ন এক-দ্যুতি ,
অসীম আকাশ জুড়ে ,প্রস্ফুটিত হয় যদি অপরূপ অরুণদ্যুতি ।
চাইনি’তো কিছু ভুল ,চাওয়াই সত্যি হোক মানুষের প্রয়োজনে ,
পাষাণ জরায়ু ভেঙে ,জেগে উঠুক আত্মারা সময়ের সন্ধিক্ষণে ।
হাওয়ার মাঝে দোদুল্যমান তরী
মাস্তুল ধরে কাঁপছে মাঝির হাত
ছায়ার মাঝে ভাসছে পুরা নদী
নদীতো নয়
যেনো জীবনের স্বচ্ছ ধারাপাত।