শাহরিয়ার জাহাঙ্গীর এর কবিতা
কবি : শাহরিয়ার জাহাঙ্গীর
ভালোবাসা বিষয়ক
এলোমেলো সন্ধা আসে রোজ
সন্ধ্যে
বেখেয়ালি মনের মধ্যে বাসা বাঁধে বাবুই
খুব ইচ্ছের ভিতর ইচ্ছেরাও মৃত্যু নিতে জানে সহজ সর্থে
খুব বেশি প্রেমের ভিতর;মরণ ঔষধ সেখানে..
ভয়ের ভিতর;মনের ভিতর;প্রেমের
ভিতর
তোমার এক শব্দে মেনে নিতে পারি;মৃত্যু..
গুটিয়ে নেওয়া হাতের ভিতর
দীর্ঘতম শোক
জোৎসনা রাতে ঝড়ে যাওয়া নিষ্পাপ প্রেম
যেমনটি দারস্থ হয় তোমার কাছে
মেনে নিতে পারি;সবপাপ..
বিষয়টা ভালোবাসা বিষয়ক
মৃত্যু বিষয়ক;বেঁচে থাকার স্বপ্ন বিষয়ক..
তোমার হাতের একটিবার
স্পর্শ নিয়ে
ঘুমাতে পারি মহাসুখে..
যদিও মৃত্যু আমার চিরস্থায়ী দায়
তোমার জন্য বহুবার বেঁচে উঠতে পারি..