কবি : শাহানারা ঝরনা
নষ্ট হলো স্বপ্নগুলো পুড়লো মোমের মন
উন্মাদনায় থমকে গেল বিদগ্ধ যৌবন .
ক্ষুব্ধ বিকেল অস্তাচলে রাখলো পায়ের ছাপ
উৎসবে নয় .উপহারেই বাড়লো মনস্তাপ ..!
চাঁদের আলোয় বৈষ্ণবী গায় দোহার ধরে ধূণ
পায়ের নিচে ঘাসফুলেরা আচমকা হয় খুন
চক্ষু বুঁজেও সবি দেখি , দেখি শ্মশান ঘাট
কিশোর রাতেই শেষ হয়ে যায় সম্মোহনের পাঠ .!
ঘূর্ণায়মান দোলায় দোলে সমান্তরাল পথ
ভগ্নাংশের অণুকণায় চলবে ভবিষ্যৎ
স্বচ্ছ কাঁচের আয়না দিয়েও যায় না দেখা মুখ
সংঘর্ষের বেদী সাজায় ভন্ড ও হিংসুক ...!!
বুকের ভেতর বৃক্ষছায়া ঠাকুর ঘুমোয় চুপ..
বাসি ফুলের গন্ধে পোড়ে নৈবদ্যের ধুপ
বুনোঝড়ে পাখি মরে কেউ করে না শোক
বোধের ঘরে জ্বালবে কে আজ কল্যাণের আলোক !!
জটিল জীবন মেঘ বসতি মেঘের আশায় থাকব কতো
ও পোড়ামেঘ,তুই কেন বল কাঁদিস রে তোর ইচ্ছেমতো
মন দেয়ালে বোধের ফাটল অনুপূরক নেই কিছু আর
অভিযোজন ইচ্ছে নিয়েই করছি সময় এপার ওপার
মন্বন্তরের কালো ধোঁয়া উড়ছে উড়ুক কার কি তাতে !
সকাল বিকেল দেবারতি, দেবতা থাকে দুধেভাতে
বাগ্মিতা আজ বিশ্বজুড়ে সঠিক কাজে শুধুই ফাঁকি
তত্ববাদীর সত্য ভাষণ শুনেও সবাই চুপটি থাকি
পুঁজিপতির ধ্যানধারনায় লীলাবতী ভোগের দাসী
দুঃস্বপ্নের রিমোট হাতেই ঘাটান্তরে যায় যে মাসী
মন-মননে সমঝোতার বাক-বিনিময় দ্বন্দ্ব চলে
পড়শি সুজন নানান ছলে মান ভাঙানোর গল্প বলে
স্বপ্ন কেনার মূলধন নেই বায়না তবু আকাশছোঁয়া
কোনটা রেখে কোনটা কে চাই শেষে সবই যায়যে খোয়া
সুন্নি আবেশ নিয়েই চলে উচ্চকিত মুনাফিকী
সুদ আসলের হিসেব করেও পয়েন্ট জিতি পয়সা সিকি
ব্যালেন্সবিহীন জীবন পথে চলছি যারা পথিক সেজে
একদিন সব থামবে যখন বিদায় বাঁশি উঠবে বেজে
তৃষ্ণাকাতর সময় পোড়ে মন ভেজেনা সৃষ্টিজলে
ও সোনা মেঘ ! শান্তিধারা দে ঢেলে দে হৃদমহলে !!