শাহানা সেলিম এর কবিতা
শাহানা সেলিম এর কবিতা

কবি : শাহানা সেলিম



আমি দূর্লভ,তবু দূর্বল নই

আমি প্রতারিত, তবু, প্রত্যাখ্যিত নই,
আমি লুকায়িত,হ্যা লজ্জিত  নই,
আমি বিস্মিত, ব্যাথিত নই,
আমি নশ্বর পৃথিবীর তান্ডব শুনি,তবু ভয়ার্ত  নই,
আমি প্রবাহমান জলরাশি,প্রলয়ঙ্করী  সুনামি নই,
কত ঝড় এসে আমার মরু বুকে আছড়ে  পড়ে,
দোলাতে পারেনি আমায়।

আমি একা, আমি অজস্র,
আমার বাহুতে কংকন,নাকে নাকফুল বাধিতে পারেনি আমায়, 
আমি  অকালকুষ্মাণ্ড  নই।

আমি নীড়,আমি বিহঙ্গ,আঘাতে আঘাতে লন্ডভন্ড,
আমি দৃঢ়, আমি চৌচির, আমি পাহাড়ি
আমি মনোমুগ্ধকর  বিহারী,
নই তবু ছলনায় অশ্রুসিক্ত আখিদল
আকাঙ্খার প্রদীপ প্রজ্জলিত করে আমি সদা প্রস্তুত,
আমি মিথ্যা আশার সঞ্চারী নই,
আমি দূর্লভ,তবু দূর্বল নই।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান