শিহাব শাহরিয়ার এর কবিতা
শিহাব শাহরিয়ার এর কবিতা

অদৃশ্যগুচ্ছ

১.

খড়ের রঙ তাড়া করে বিকেল

বাজপাখির পাখায় জড়িয়ে থাকে

শিকারির হাত

২.

চর্যার বালিকার নাকফুল

ঝুলে থাকে মধ্যরাতের টেবিলে...

...এরপর ফুল্লরার ঘুম

৩.

আত্মহত্যার আঙুল ভেঙে গেলে

নদী-ঢালে নির্মিত রোদেরা

বন্দি হয় হ্যান্ডসেটে

৪.

তোমার চতুর চোখগুলো

আমার সম্মুখে ছুটেছিল বলে

আমি কার্নিশের কাঠে বার্নিশ করেছি

৫.

নালার নির্জন শরীরে পড়েছিল

পালকের ধবল শ্বাসÑ তুমি পারোনি

খেলতে জ্যোৎস্নার খেলা

 

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান