শোয়াইব জিবরান এর কবিতা
শোয়াইব জিবরান এর কবিতা
হরণ

আমাকে হরণ করে নিয়ে যাচ্ছো তোমার গন্তব্যের উদ্দেশ্যে। যত যাচ্ছো তোমার দিকে

আমার গন্তব্য তত দূরে সরে যাচ্ছে।

গলায় বসে যাচ্ছে তোমার থাবার নখর
আর আকাশের লালিমায় ছড়িয়ে পড়ছে আমার গোঙানি, কেউ শুনছে না।

যে যার উড়ায় ব্যস্ত।

আকাশে ছড়িয়ে পড়া রক্তরং দেখে
কেউ একজন হাহাকার করবে

শুধু এই আশায় আমি আমার মৃত্যুকে সয়ে চলেছি।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান