শ্বেতা শতাব্দী এষ এর কবিতা
দর্পণ
▪
অনিবার্য দুঃখের নামে কী আছে—
শোক আর্দ্র ফুলের পরাগে
উড়ে যায় বিগতদিনের ঘ্রাণ!
ঘোলা জলের দিকে তাকিয়ে
স্মৃতিদের পুনরুত্থান—
এভাবে কী আগেও হয়েছে!
শাদা উঠানের কথা মনে পড়ে—
চুলে ফুটে থাকা তার লাল-জবাফুল!
এরচেয়ে আর কী শূন্য অনুভবে
ঝরে যাওয়া বননীল পাতার মাশুল
দিয়ে গেছি নির্জন দুপুরে দামে—