ছবি : রেজা মতিন এর ফেসবুক টাইমলাইন থেকে ।
রেজা মতিন: দেশের খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ দীর্ঘদিন থেকেই
অসুস্থ। গত ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার
ধারণ করায় রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু রক্ত ও
কিডনি সমস্যার জটিলতা থাকা সত্ত্বেও ৩ লাখ ৩৮ হাজার টাকা বিল মিটিয়ে
হাসপাতাল থেকে বাসায় ফিরতে হয় তাকে।
ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মতো সামর্থ্য ছিলো না তার। কিন্তু খুশির
খবর হলো অবশেষ এই গুণী মানুষটির পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেলিম আশরাফের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি, এই সুরকারকে ডেকে প্রধানমন্ত্রী নিজে হাতে তার হাতে চেক তুলে
দেন।
উল্লেখ্য অত্যন্ত গুণী এবং অমায়িক শ্রদ্ধেয় সেলিম আশরাফ ভাই
আমার আধুনিক গানের শিক্ষক। অসংখ্য দেশ্বাত্ববোধক ও আধুনিক জনপ্রিয় গানের
সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফ। তাঁর সুর - সংগীততে জনপ্রিয় গানগুলোর
মধ্যে রয়েছে ঃঃ
যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, ঐ যে দেখা
যায়রে হিজল তলার গাঁয়রে,এ আমার অহংকার আমি যে পেয়েছি একুশের মতো, এই জীবনতো
অনেক কিছুই চায়, যে বাতাসে ফোঁটে ফুল, কি ভেবে আবার তুমি এলে ফিরে, এ
আধাঁার এমনই আধাঁর,যদি জীবন অনন্ত হতো, স্বপ্ন দেখার চোখে আমার, এ দেখাই
প্রথম দেখা, অনেক চোখের দৃষ্টিকে ফাঁকি দিয়ে,কোনো কথা বোলোনা বন্ধু ভেজা
চোখ মুছে নাও, তার কোনো নাম নেই,মনে কি পড়ে না সেই ৭১ রে,এক কণা মাটি ও
ছাড়বোনা, শোন ৭১ রক্ত ঝরা সেই কাহিনী,স্বাধীনতা আনতে গিয়ে রক্ত দিতে শিখলাম
এবার দেবো কপালের ঘাম প্রভৃতি উল্লেখযোগ্য গান।