কবি : সঞ্চয় সুমন
০১
স্বপ্নের ডুবুরী স্বভাব
আমাকে হাতড়ে কী খোঁজো ?
ফেরারী চোখে লক্ষ্যহীন ক্রোধ
অন্তরঙ্গ দুঃখের সভায় মলিন কিংবদন্তীর ছায়া,
যদি ঘুম চাও নিঃশব্দে চিরে অসহ্য সুন্দর
ছুঁয়ে দেবো জলে শুয়ে থাকা চাঁদ
শিল্পের সংস্রব পাওয়া বেনামী ঘাতক ।
০২
গাঢ় দৃশ্যগুলো ঘুমাবেনা ঋতুর সংকেতে
সর্বনাশ নিঃশ্বাস নাও উত্তপ্ত অসম্ভবে
নিষেধের উদ্যত মদ বাঁচুক শিরায়,
শবসাধনায় রাত কাটাবো মগজ নিরবে গলো ...
০৩
প্রেম
বিষ আপন হয়েছে
বৈদ্য কি ঔষধ দেবে ?
এসেছি
আদিম সভায়
আজ
রাত মাতবে ফুর্তিতে ,
আড়াল
ছাড়ো চঞ্চল
এসো জ্বলি কৃতজ্ঞ আগুনে
ঘুমে বিশ্বাস নেই তাই জেগে থাকি
চাইনা করুণার সুখ
- শর্তপূর্ণ
ক্ষমা ।
০৪
বিজয়ের অহঙ্কারে ফেরারী
মূলত প্রেমিক আমি
মৃত্যুফুল রেখে সময়ের দুয়ারে
না ঘুমিয়ে অবসাদ হয়েছি,
যন্ত্রণা চিরে অন্তহীন ভালবাসায়
হৃদপিণ্ডে আগুনের গৌরব রেখে
চূড়ান্ত ক্ষয়ের মায়ায়
তীক্ষ্ণ মুহূর্তের সঙ্গী হয়ে
নিরবে মেনেছি মাটির বাসর ।