সাইফউদ্দিন আহমেদ(বাবর)-র দুটি কবিতা
আমার তখন ইচ্ছে করে
ঝুপ করে হঠাৎ যখন পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসে
ডিসেম্বর মাসে বরফের কুচি যখন
বাতাসে ভাসে
বুড়ো বুড়িরা কাপড়ের গাট্টি হয়ে
চোখ মুখ টুপিতে লুকিয়ে যখন
টুক টুক করে হাঁটে
আমার তখন ইচ্ছে করে
রিভার টেস্টে ঝাঁপ দিয়ে
ট্রাউট ফিসদের সঙ্গে লাই খেলি।
ভার্চুয়াল গেমসের আওতাভুক্ত
মানুষের কল্যাণে মানবতা
না হয়ে,যখন কুকুর বিড়ালের জন্য
ঝড়ে পড়ে মানুষের চেয়ে বেশি মমতা
আমার বিবেকের কাছে তখন
প্রশ্ন বিদ্ধ হয়ে পড়ে সমগ্র সভ্যতা
ভার্চুয়াল গেমসের আওতাভুক্ত
মনে হয় এ বিশ্ব ভুমি।