সাইফউদ্দিন আহমেদ বাবর এর কয়েকটি কবিতা
প্রেমিক পুরুষ
বিলের জলে ভাসমান পদ্ম পাতা,
কচুরি পানা,ঘাস ফড়িংয়ের লম্প ঝম্প,
ডাহুকের ভাসা ডুবা,
পান কৌড়ির ডানা ঝাপটানো,
গ্রীবা উঁচানো বকের দল,
ঝাঁক বেঁধে বহু জাত পাখিদের
উড়াউড়ি,
ছিপ ফেলে নৌকায় বসে থাকা অগুনতি লোক-
মাছ ধরে,হাসি ঠাট্টা করে,
বিড়িতে,সিগারেটে,লম্বা টান দেয়,
আমার জানতে খুব ইচ্ছে করে-
ওদের মাঝে প্রেমিক কেউ আছে?
যে তার প্রেমিকার উষ্ণ ছোঁয়া
শীতল জলের স্পর্শে অনুভব করে!
ধরে রাখতে চায়
এতোটা কাল এরা কেঁদে ছিলো
এবার হাসছে,
সম্ভাবনার জলে এরা ডুবে ছিলো
এবার ভাসছে,
উজ্জ্বল রৌদ্র রশ্নিতে এরা পিট পিট
করে এখন তাকায়,
শিহরীত হয় এরা মনে প্রাঁণে সব কিছুতে
ভালো লাগায়,
এতোটা কাল এরা বঞ্চিত ছিলো বলেই
এখন যা পায়
দু’হাতের দু’মুঠোর বাইরেরটাও ধরে
রাখতে চায়!
বঙ্গ বন্ধুর ভাষণ
আমরা হারতে জানিনা
হারতে শিখিনি,
আমাদের শিক্ষা দিতে আছে
একুশে ফেব্রুয়ারি-
আছে একাত্তর,মুক্তিযুদ্ধ
আছে ৭ই মার্চ,
আছে বঙ্গবন্ধুর ভাষণ।
শব্দের মধু বর্ষণে
মাঝে মাঝে খুব উদার হয়ে যেতে ইচ্ছে করে,
বিনয়ে নম্র হয়ে গলে পড়তে সাধ জাগে
প্রবল,
শব্দের মধু বর্ষণে সিক্ত করে দিতে বাসনা হয়,
মাঝে মাঝে ন্যায় নিতীর স্রোতের বিপরীতে
সাঁতার কাটতেও ইচ্ছে করে,
বিগলিত উক্তিতে উচ্ছ্বাস প্রকাশের সাধ জাগে,
মাঝে মাঝে সুন্দর সব শব্দ দিয়ে মন্তব্য করে
যারা বন্ধু নয়,তাদের
বন্ধু হয়ে যেতেও ইচ্ছে করে!
অপ্রাকৃত কিছু সাধ
মেঘের আড়ালে ঢাকা ছিলো
এতো দিন ধরে চাঁদ,
মনের কোণে লুকানো ছিলো
অপ্রাকৃত কিছু সাধ!
সাধনায় আলোকিত হলো
প্রেমে রঙে নিলো রূপ,
মিষ্টি সুরে মুখরিত হলো
শত্রু সব হলো চুপ।
ফারাক
রাত আর দিনের ফারাক-
শুধুই কি আঁধার আর আলো?
ঘুম আর জেগে থাকা?
অজ পাড়া গাঁয়ে ঝিঁঝিঁ পোকা?
শহরের সোডিয়াম আলো?
সাধুদের জোৎস্নার আলো?
চোরদের অমাবস্যার আঁধার?
নাকি সাধনায় মগ্ন হয়ে-
নিজেকে নিজের আড়ালে রাখা?