সারাজাত সৌম এর দুটি কবিতা
সারাজাত সৌম এর দুটি কবিতা

পাগলাবুড়ো

 

বৃষ্টিতে তুমি মারা যাও

তোমার দাঁত বেলিফুলের মতো ঠাণ্ডা

সুঘ্রণ ছড়িয়ে দিচ্ছে সমস্ত বাগানে!

 

তুমি বুড়ো

মারা যাও, ঠিক তার আগে

শিকড়ে আটকে পড়া তোমার মুখ

এমনকি আঙুলগুলো লতায় প্যাঁচানো

 

কে ধরে আছে? কেইবা ধরে রাখে

এই মুহূর্ত, সুন্দর নিবিড় চোখটাকে

ছুটে চলা সময়ের ভেতর

তুমি একদিন তরুণ ছিলে।

 

ভেবো না

বৃষ্টিতে আর কেউ নেই

 

তোমার শরীরে সে এক গাছ

ক্ষণে ক্ষণে ফুল ফুটে আর ঝড়ে

মাটি সংলগ্ন ছোট্ট বীজ

 

জানি নাকখন কবে পাখি এসে

তাকে ছুঁ মেড়ে নিয়ে যাবে

তোমার বাগানে।

 

দ্যাখো

 

একটি ফুল বৃষ্টির ভেতর

একটি ফুল বৃষ্টির মতো

একটি ফুল বৃষ্টির চেয়ে দূরবর্তী

 

তোমার চুলে হেসে হেসে দুলিয়ে দিচ্ছে

আমার মুখের চির আভা।


বসন্ত

 

গাছে

লটকে আছে চাঁদ

                আমার মুণ্ডু

আত্মহননের আগের রাত

আমি একটা দীর্ঘ পথ পেয়েছি

 

কালো পাখি

 

এই কণ্ঠ তোমার

         বাড়ির উত্তরে দাঁড়িয়ে

বাতাস শুধু বলছিলো,

এসোনাভিতে আমার

            বসন্তের বালি

এখানে শুষ্ক

 

শামুকের কানাকানি

 

দক্ষিণে আকাশ তার আলো

       কে জানি ঢেকে দিলো

দুষ্টু চড়ুইয়ে ভেতর

                    ছোট্ট আমি

               চোখ বন্ধ করে

চুমু খেয়ে

এইতো

           মাটিতে পড়ে আছি

 

আর তোমার ঘোলা চোখের মণি

 

আমি একটা পথ পেয়েছি

পাথরের মতো চোখ

               হীরার চেয়েও দামি

 

বসন্ত যাকে ঘষে ঘষে

আর উজ্জ্বল করে তুলছে।


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান