সালাহ উদ্দিন মাহমুদের একহালি কবিতা
সালাহ উদ্দিন মাহমুদের একহালি কবিতা

 

 

তুমি এবং যাবতীয় পার্থক্য

 

বই আর তোমার মধ্যে তেমন পার্থক্য দেখি না

যতই পড়ি গভীরে তলিয়ে যাই

 

মদ আর তোমার মধ্যে তেমন পার্থক্য দেখি না

যতই পান করি মাতাল হয়ে যাই

 

ফুল আর তোমার মধ্যে তেমন পার্থক্য দেখি না

যতই কাছে যাই সুবাসিত হই

 

প্রেমিকা আর তোমার মধ্যে তেমন পার্থক্য দেখি না

যতই ভালোবাসি মায়ায় জড়াই

 

 

জিরাফের গলা

 

জিরাফের গলা উঁচু হতে হতে আকাশ ছুঁয়ে ফেলে,

ঘুড়ি যেন ফিরে আসে হাতে সুতো কেটে গেলে

 

যুগে যুগে বিভক্ত হয়ে পড়ে যাযাবর পিঁপড়ার দল,

আদিকাল থেকে বানরের কাছে মানুষ শিখে নেয় ছল

 

কামের ঘাম থেকে জন্মাতে পারে আম্বরের ঘ্রাণ,

নমরুদের বিকলাঙ্গ মশার হাতে তাই মানুষের প্রাণ

 

 

প্রেমিকার প্রতি

 

তুমি কষ্টের মাঝেও বিনোদন দাও,

পরিষ্কার মনের উঠানে ঝাড়ু নাড়াও

 

মেঘলা আকাশে খোঁজ পূর্ণিমার চাঁদ,

তোমার মুখের আড়ালে ভয়ঙ্কর ফাদ

 

 

মানুষ হতে চেয়েছিলাম

 

কবি হতে চেয়েছিলাম- পারিনি

শিক্ষক হতে চেয়েছিলাম- পারিনি

অভিনেতা হতে চেয়েছিলাম- পারিনি

 

সাংবাদিক হতে চাইনি- হয়েছি

সংসারি হতে চাইনি- হয়েছি

হিসেবি হতে চাইনি- হয়েছি

 

মানুষ হতে চেয়েছিলাম- চেষ্টা করছি


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান