সিদ্ধান্ত -সমরজিৎ সিংহ
আমার গভীরে আছে মৃত এক খনি ।
তাকে ঘিরে থাকে এক বাতিল সরাইখানা। যার চারদিকে
ত্রস্ত মাঠ, যাঁতাকল, রিফিউজি কলোনীর রাত ।
পাশে এক ডাকঘর, কোনোদিন যার দরোজা খোলে না । তুমি
সেই ডাকঘরে যেতে চাও ?
তার আগে জেনে নিও পয়োপ্রণালীর কথা ।
একটি সুড়ঙ্গ সরাইখানার নিচে থেকে সোজা চলে গেছে
খনির ভেতরে । যে কুয়োটি জেগে আছে,
এক সপ্তদশী ঝাঁপ দিয়েছিল তার অন্ধকারে ।
সেই থেকে ডাকঘর বন্ধ ।
এবার তোমার সিদ্ধান্ত নেবার পালা ।