সিদ্ধার্থ সিংহের দুটি কবিতা
মাঝখানে
মাঝখানে বাবি থাক, তুমি দেয়ালের দিকে
পড়লে না হয় আমিও পড়ব
খাটের পায়ে তো মাত্র ওই ক'টা ইট!
সব ইটই তো মাথা তুলেছে আমাদের মাঝখানে।
কত দিন হয়ে গেল মুঠোতে বকুল এনে
বলি না আর--- গন্ধ শুঁকে দ্যাখো
গলির বাঁকে মিলিয়ে যাওয়ার আগে দেখি
তুমিও দাঁড়িয়ে নেই আগের মতো...
মাঝখানে বাবি থাক, তুমি দেয়ালের দিকে
যত দিন না বাবিকে রং-তুলি দিয়ে বসিয়ে
পাশের ঘরে যাব
চুপিচুপি, তুমি আমি।
টোকা
দরজা না হয় না-ই খুললে জানালাটা তো খুলবে
পৃথিবী তোমাকে এত ভালবেসে নিয়ে এসেছে
তুমি তাকে একটুও আদর করবে না!
যে ভালবাসতে জানে না
সে কখনও কচুরিপানায় রঙের বাহার দেখতে পারে না
যে ভালবাসতে জানে না
তার কোলে কখনও কোনও শিশু খিলখিল করে হাসে না
আকাশের বুকে মেঘের লুকোচুরি তার নজরে পড়ে না
পাখিদের সঙ্গে সে কথা বলতে পারে না
ঝর্নার তান তার শরীরে কোনও দোলা জাগায় না
কচি কচি ঘাস তাকে ইশারায় ডাকে না
যে ভালবাসতে জানে না
তার সঙ্গে তার ছায়াও হাঁটে না।
পৃথিবী এত ভালবেসে তোমাকে নিয়ে এসেছে
দরজা না হয় না-ই খুললে জানালাটা তো খুলবে।
সব সময় কি আর ডাকাত টোকা মারে?
মাঝে মাঝে মুশাফিরও আসে
কখন কোন বালক তোমার বইয়ের ব্যাগে একটা চিরকুট রেখে গেছে
তুমি তা না দেখেই ফেলে দিচ্ছ!