স্নিগ্ধা বাউলের দুটি কবিতা
দুইচাকার একলা সাইকেল
ডেকে যায় সাইকেলওয়ালা।রঙিন কাকের ডানা।
পাল্লা দেয় দুপুরের অমানুষিক রোদ, বন্ধুর ফোন
বিভ্রান্ত দাঁড়িয়ে থাকার ইচ্ছেরা করে উড়াউড়ি
কাঁটাতার অবধি; হারিয়ে খুজিঁ নিজস্ব ডাকনাম-
উজানী রোদে ভেসে আসে বাইসাইকেল
দুই চাকার একলা বাইসাইকেল,
পাল্লা দিয়ে ঘুরছে জীবন, যেমন সমান দূরত্বে ।
মাঘের দিনলিপি
বিস্তারিত দুপুরে
সে চলে যায় গভীর ক্লান্ত ডানা মেলে
ঝাপটায় আমার ক্ষতের হৃদয়
সে তো আমার কবিতার মতন
পঙক্তি জুড়ে রোদের মিছিল
ডুবে ডুবে হারায় গভীর বেদনা
শ্রমজীবী নদীগুলোর ঢেউয়ে;
রয়ে যায় পরে,
দূরের শহরের কুয়াশা
আয়নার ঝাপসা মুখ
কার্তিকের ডানায়
চড়ুই দম্পতির সুখ-
মাঘের সিলিং শুনছে একা
শীত নামছে বড্ড।