স্ত্ততি
দলছুট মেঘের রাজা
ঝরে পড়ার আগে রচনা করে অভিপ্রায়
পাইনের প্রথম শলাকায় গেঁথে রাখবে
ভেজা গানের সুর
মেঘদূতের বলিরেখায় টনটনে যৌবনের গান ;
মাখাবে প্রথম ঋতুবতির নগ্ন শরীর
অদম্য প্রহরে রচিত হবে মেঘের বন্দিকাব্য –
গর্জনেরও দূরে বেজে যায়
ললিত কিন্নরী
সোমলতার নিটোল বাহু
ভিজবা্র বাসনায় কবাট খুলে
ঝুমকো লতার স্নায়ু --
কাটাকুটি খেলায় জড়ায়ে রয় চুলেরকাব্য
মেঘের বরপুত্র তাবৎ আকাশ ছেড়ে নামে
সিক্ততার পরশতন্ত্রে --
স্নানঘরের ইশারায়
বেজে যায় কুমারীর শাঁখচুড়ি --
‘‘আশা বলবতী রাজন নৈরাশ্য পরমং সুখম ।
আশাং নিরাশাং কৃত্বা তু সুখং স্বপিতি পিঙ্গলা ।। ‘’
আরও বৃষ্টি
আমি তোমাকে ডেকে বলছি –
আমি কেঁদে উঠি প্রতিদিন তোমার পরিচালনায়
হাত থেকে ফুলদানির ভাঙ্গা শব্দে -
ঠকঠকে চায়ের পেয়ালায় উছলে পড়ি -
প্রথম সঙ্গিতের ফুটে থাকা ফুলের কাছেও আমি কাঁদি
কাঁদি প্রার্থনায় অনবরত আমি ;
তোমাকে বলছি আমার গল্প
মনোমুগ্ধকর পৃথিবীর মানুষের পায়ের মুদ্রার গল্প
আমি ও আমরা কাঁদতে শিখছি
আশা করছি তুমিও সামিল হবে ।
ঋণ
বন্দকি জমির মতো হাত বন্দকে
অভ্যস্ত হও মেয়ে -
উত্তরাধিকার এমনই এক
নাম বন্দকের গল্প।